• বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:২১
সর্বশেষ :
আশাশুনিতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন আশাশুনিতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমুকে ফুলেল শুভেচ্ছা খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী শিকদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন! হিন্দুধর্মাবলম্বীদের আমরা সংখ্যালঘু বলতে চাই না, সবাই সমান অধিকার ভোগ করবে: অধ্যক্ষ ইজ্জত উল্লাহ সঙ্কটময় পরিস্থিতি সমাধানের পর তফসিল দিন: নাহিদ দেবহাটায় ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নে কর্মবিরতি পালন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপকূলের মানুষের সংকট নিরসনে নাগরিক সংলাপ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের

হিন্দুধর্মাবলম্বীদের আমরা সংখ্যালঘু বলতে চাই না, সবাই সমান অধিকার ভোগ করবে: অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

তালা, সাতক্ষীরা সংবাদদাতা / ১৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাজলুম জননেতা অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ বলেছেন, “হিন্দুধর্মাবলম্বীদের আমরা সংখ্যালঘু বলতে চাই না। জন্মসূত্রে আমরা সবাই এদেশের নাগরিক—সবার সমান অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”

 

৩ ডিসেম্বর বিকাল ৫টায় তালা উপজেলার পাটকেলঘাটা থানার খলিষখালি ইউনিয়নে হিন্দুধর্মাবলম্বীদের নিয়ে আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।

 

খলিষখালি ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মাস্টার শহিদুল্লাহর সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি আহসান হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর তালা উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহ, যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টুসহ ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ।

 

সভায় বক্তারা দেশে সম্প্রীতি, শান্তি ও সমঅধিকার প্রতিষ্ঠায় সকল সম্প্রদায়ের ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন বলে মন্তব্য করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com