• বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০১:২৮
সর্বশেষ :
ডুমুরিয়া উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের সাথে নির্বাচনী সভা কলারোয়ায় জনসভায় হাবিবুল ইসলাম হাবিব, সেতু ও শিক্ষা অবকাঠামোর আশ্বাস কেউ ঝগড়া পাঁকাতে আসলে ছেড়ে দেওয়া হবে না: ডাঃ শফিকুর রহমান সাতক্ষীরা-২ আসনে শেষ মুহূর্তে ভোটে এসে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন সাবেক এমপি আশু সাতক্ষীরায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে লাইসেন্স বিহীন ভোজ্য তেলের কারবার: সংবাদ সংগ্রহে হুমকি! না.গঞ্জে সাংবাদিক জাহাঙ্গীর হোসেনের জন্মদিন পালিত বিজয়ী হলে সর্বপ্রথম চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান: সাতক্ষীরার জনসভায় জামায়াত আমীর ডুমুরিয়ায় একটি নক্ষত্রের শিক্ষক আবু সাঈদ আহমদ বিদায় তালায় ধানের শীষের নির্বাচনীয় জনসভা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা উপলক্ষে সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

পাইকগাছায় ভূমিহীন ও গৃহহীন ৩৫ পরিবারের মাঝে ঘর হস্তান্তর

ইমদাদুল হক, পাইকগাছা, খুলনা প্রতিনিধি  / ২৬০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
পাইকগাছায় ভূমিহীন ও গৃহহীন ৩৫ পরিবারের মাঝে ঘর হস্তান্তর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের ন্যায় খুলনার পাইকগাছা উপজেলায় আশ্রয়হীন ৩৫ টি পরিবারের মাঝে দুর্যোগ সহনীয় ঘর ও জমির দলিল হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেছেন। এর মধ্যে পাইকগাছা উপজেলার গড়ইখালীতে ৩৫ টি পরিবার এ ঘর ও জমির দলিল পেয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রীর পক্ষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিক ভাবে এসব ঘর ও দলিল হস্তান্তর করেন।

সারা বাংলাদেশে একযোগে ৭০ জেলায় ১৮৫৬৬ টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে উক্ত গৃহ ও জমি হস্তান্তর কার্যক্রমের ভার্চুয়ালী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত গৃহ হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন,খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াছির আরেফিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মুকুল কুমার বৈদ্য, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু।

 

এসময় আরও উপস্থিত ছিলেন, গড়ুরখালী ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাশ, পল্লী বিদ্যুৎ ডিজিএম মোঃ ছিদ্দিকুর রহমান তালুকদার, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, সমাজসেবা অফিসার অনাথ কুমার, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাস, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ শাহাদাৎ হোসাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, উপজেলা সমবায় অফিসার হুমায়ুন কবির, বীরমুক্তিযোদ্ধা আঃ গফুর, রনজিত কুমার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।

 

এসময়ে উপকারভোগীদের মধ্যে বক্তব্য রাখেন, বাশারুল ইসলাম ও জেসমিন আক্তার এসময়ে তাহারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। উল্লেখ্য, ৫ম পর্বের ৩৫ টা ঘর উপজেলার গড়ুইখালী ইউনিয়নের আবাসন প্রকল্পের বাসিন্দাদের কাছে হস্তান্তরের মধ্যে দিয়ে এ উপজেলায় মোট ৮১৭ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com