• সোমবার, ২০ মে ২০২৪, ০৬:৫১
সর্বশেষ :
সাতক্ষীরায় আইআরআই’র আয়োজনে ‘তর্কে বিতর্কে উপজেলা নির্বাচন’ নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত সাতক্ষীরা বাইপাস সড়কে মোটরযানের উপর মোবাইল কোর্ট   শ্যামনগরে মৎস্য ঘের জবর দখল ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন ডুমুরিয়ায় জলবায়ু সহনশীল মৎস্যচাষ ও মৎস্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কালিগঞ্জে উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং প্রশিক্ষণ অনুষ্ঠিত  ডুমুরিয়ায় তাল গাছ থেকে পড়ে এক মজুরের মৃ ত্যু আগামী ২১মে দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তে প্রচারনা  বিশিষ্ট সাংবাদিক আবুল কালাম আজাদ এর সুস্থতা কামনা ডুমুরিয়ায় ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি অত্যাধুনিক সেবা দিতে রোস্তম মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

পাইকগাছায় কৃষক প্রশিক্ষণ, কৃষি যন্ত্রপাতি বিতরণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

ইমদাদুল হক, পাইকগাছা, খুলনা প্রতিনিধি  / ৫৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
কৃষক প্রশিক্ষণ, কৃষি যন্ত্রপাতি বিতরণ ও মাঠ দিবস

পাইকগাছায় কৃষক প্রশিক্ষণ, কৃষি যন্ত্রপাতি বিতরণ, মাঠ স্টল পরিদর্শন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষি অফিসার কৃষক প্রশিক্ষণ মিলনায়তনে গোপালগঞ্জ, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দুই দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভা থেকে ৩০ জন কৃষক প্রশিক্ষণ অংশ গ্রহণ করেন। পরে উপজেলা পরিষদ মাঠে ভর্তকী মূল্য কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন। এরপর দুপুরে পার্টনার প্রকল্পের আওতায় মাঠ স্টল পরিদর্শন এবং পরে বিকালে তৈল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় উপজেলার মাহমুদকাটীতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাসের সভাপতিত্বে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ মোঃ আব্দুস সামাদ, অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) কৃষিবিদ এসএম মিজান মাহমুদ। বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান আলী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিৎ দাস, উপসহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহম্মদ তুহিন ও সিরাজ উদ্দীন মোড়ল।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com