• মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৮:২৩
সর্বশেষ :
দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা ডুমুরিয়ায় গ্রীষ্মকালীন খেলাধুলার প্রস্তুতিমূলক সভা মানষিক ভারসাম্যহীন মফিজুল ৩দিন ধরে নি’খোঁ’জ! যুবদলনেতা শামীম হ’ত্যার ঘা’ত’ক স্ত্রী বৃষ্টি ও শালক গ্রেফতার তালা হাসপাতালে রোগী নেওয়ার নাম করে ভ্যান চু’রি ব্রিটিশ শাসনামল ১৮৬৭সালে প্রতিষ্ঠিত পৌরসভা আবারো ফিরে পাওয়ার দাবী কালিগঞ্জে ধুলিয়াপুর হাইস্কুলে দু’র্নী’তি প্রতিরোধ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রে’ফ’তা’র শ্যামনগরে নদীর চর দ’খ’ল করে গড়ে তোলা রিসোর্ট উচ্ছেদ করলো প্রশাসন আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী

মহম্মদপুরে অ গ্নি কা ন্ডে দিনমুজুর রিবুলের স্বপ্ন পুড়ে ছাই!

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ১৫১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
মহম্মদপুরে অগ্নিকান্ডে দিনমুজুরের স্বপ্ন পুড়ে ছাই!

মাগুরার মহম্মদপুরে দরিদ্র দিনমজুর রিবুল মোল্যার স্বপ্ন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। রিবুল ও তার স্ত্রী মিলে সংসার গড়ে তুলেছেন। সেই সংসারে দুইটি দুধেল গাভী, তিনটি ছাগল ও কিছু হাস-মুরগিই ছিল তাদের সম্বল। আর এসব গৃহপালিত পশু নিয়েই তাদের স্বপ্ন ছিলো। কিন্তু মঙ্গলবার (২৭ আগস্ট) দিবাগত গভীর রাতে আগুনে পুড়ে তাদের সব স্বপ্ন শেষ হয়ে গেছে। রিবুল ধোয়াইল গ্রামে হাফিজার মোল্যার ছেলে।

 

ক্ষতিগ্রস্ত পরিবার সুত্রে জানা যায়, রিবুল কৃষি কাজ করে, তার পাশাপাশি ভ্যান চালায়। দিনরাত পরিশ্রম করে দুইটি গাভী, তিনটি ছাগল ও কিছু হাস-মুরগি সম্বল হিসেবে পুজি করেছিল।

 

কিন্তু এদিন রাত প্রায় বারোটার সময় দরিদ্র দিনমজুর রিবুল মোল্যার গোয়াল ঘরে আগুন লাগে, এতে জীবন্ত ভস্ধসঢ়;¥ীভূত হয়ে গেছে দুইটি গাভী, তিনটি ছাগল ও বেশ কিছু হাস-মুরগি।

 

এই অগ্নিকান্ডে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়। তবে মশা তাড়ানোর কয়েল থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। একমাত্র সম্ভল শেষ হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন দরিদ্র রিবুল ও তার পরিবার। ক্ষতিগ্রস্ত রিবুল মোল্যা বলেন, ‘আমার সবকিছু শেষ হয়ে গেছে। সারা জীবন ধরে সম্বল হিসেবে যা করে ছিলাম, সব শেষ হয়ে গেল। এখন আমি কি করবো।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com