• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৪
সর্বশেষ :
এবারও বিএনপির মনোনয়ন পেলেন না রুমিন ফারহানা নারায়ণগঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের কর্মবিরতির ৩য় দিন সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতাল আন্ত: বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধন শ্যামনগরে ক্ষতিকর কীটনাশক ব্যবহার হ্রাসের দাবিতে মানববন্ধন তালায় যৌতুকের দাবিতে নির্যাতনের পর তরুণীকে হ ত্যার অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি খুলনা-১ আসনে কৃষ্ণ নন্দীকে প্রার্থী করল জামায়াত ডুমুরিয়ায় এবার দাবি আদায়ে কর্মবিরতিতে পরিবার পরিকল্পনার কর্মচারীরা দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা আহাদ আলীর রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন আশাশুনিতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন আশাশুনিতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমুকে ফুলেল শুভেচ্ছা

দেবহাটায় জামায়াতে ইসলামীর আয়োজনে সম্প্রীতি ও ভ্রাতৃত্ব ফুটবল টুর্নামেন্ট

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ১১৬০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
দেবহাটায় সম্প্রীতি ও ভ্রাতৃত্ব ফুটবল টুর্নামেন্ট

দেবহাটায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে সম্প্রীতি ও ভ্রাতৃত্ব ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৯ অক্টোবর দিনব্যাপী দেবহাটা ফুটবল মাঠে অনুষ্ঠিত দেবহাটা সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে এই ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ৯টি ওয়ার্ডের মধ্যে ফাইনাল খেলা ৫ ও ৬ নং ওয়ার্ডের মধ্যে অনুষ্ঠিত হয়।
ফাইনালে ৫ নং ওয়ার্ড টাইব্রেকারে জয়লাভ করে। শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর দেবহাটা ইউনিয়নের টিম সদস্য ফয়েজুল ইসলাম খান।
প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা,  উপজেলা জামায়াতে ইসলামীর ইউনিট সদস্য জিয়াউর রহমান জিয়া।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আবুল হোসেন, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, ওলামা পরিষদের ইউনিয়ন সভাপতি হাফেজ মাওলানা আমিরুল ইসলাম, দেবহাটা ইউনিয়নের ভিডিএফ সেক্রেটারি শেখ রেজওয়ান আলী, দেবহাটা ইউনিয়ন টিম সদস্য আব্দুল হালিম, সমাজসেবক শফিকুল ইসলাম, যুব বিভাগের থানা সেক্রেটারি ইয়াছিন আরাফাত লিপু, ইউনিযর যুব জামায়াতের সভাপতি হাবিবুর রহমান, সেক্রেটারি আফাকুল হাসান প্রমুখ।
খেলা পরিচালনা করেন রেফারি ফারুক হোসেন। তাকে সহযোগীতা করেন জাকির হোসেন, নাজির হোসেন ও রিংকু হোসেন। খেলায় ম্যাচ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রেফারি এসোসিয়েশনের সদস্য মিজানুর রহমান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com