• শনিবার, ১০ মে ২০২৫, ০৫:২৫
সর্বশেষ :
দেবহাটার ইছামতি নদীতে জালে ধরা পড়লো বিশাল এক কচ্ছপ ডুমুরিয়ায় তিন বছরের শিশু ধ র্ষ ণের অভিযোগে ধ র্ষ ক আটক কালিগঞ্জের কালিকাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সাতক্ষীরার ২০৩ কিমি সীমান্তে বিজিবির টহল জোরদার, সহায়তায় প্রস্তুত এলাকাবাসী কৃষ্ণনগরে চোর-চক্রের হানা, স্বর্ণালঙ্কারসহ অর্ধ কোটি টাকার সম্পদ লুট শ্যামনগরে স্থানীয় সাংবাদিকদের জলবায়ু বিষয়ক প্রশিক্ষন শ্যামনগরে সরকারি জায়গা দখলের হিড়িক, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কালিগঞ্জের বিষ্ণুপুরে শত্রুতার জেরে বৃক্ষ নিধন করেছে দূ র্বৃ ত্তরা শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন সাংবাদিককে কারাদন্ড দেওয়া সেই ইউএনওকে অবশেষে রংপুরে বদলী

হাঁসের মাংসের স্পেশাল ভুনা যেভাবে রাঁধবেন

প্রতিনিধি: / ২১১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

লাইফস্টাইল: হাঁসের মাংস খেতে কমবেশি সবাই পছন্দ করেন। বিশেষ করে হাঁস ভুনা খেতে খুবই সুস্বাদু। তবে অনেকেই হাঁসের মাংস রাঁধতে গিয়ে ঝক্কি পোহান। তারা চাইলে সাইফুন নাহার এর রেসিপি অনুসরণ করে সহজেই রান্না করতে পারেন বিশেষ দুটি পদ। গরম ভাতের সঙ্গে হাঁস ভুনা খাওয়ার মজাই আলাদা।
উপকরণ
হাঁস ১ কেজি, পালংশাক ২ আটি, এলাচ ৪ পিস, দারচিনি ২ টুকরা, তেল ৪ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ৪ টেবিল চামচ, লবণ পরিমানমতো, আদা বাটা ২ টেবিল চামচ, রসুনবাটা ১ টেবিল চামচ, জিরাগুঁড়া ১ চা চামচ, হলুদগুড়া হাফ চা চামচ, মরিচগুঁড়া ২ চা চামচ।
প্রণালি
ফ্রাইপ্যানে তেল দিন, তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন পেঁয়াজ হালকা ভাজা হলে এতে আদা রসুন বাটা দিন, এরপর একে একে হলুদগুঁড়া, মরিচগুঁড়া, জিরাগুঁড়া ও পরিমানমতো লবণ দিন, হাঁস দিয়ে পাঁচ মিনিট ঢেকে কষিয়ে নিন, কষানো হয়ে এলে এতে আবার ও গরম পানি রান্না করুন সেদ্ধ হয়ে এলে পালংশাক দিয়ে তিন মিনিট পর নামিয়ে রাইসের সঙ্গে পরিবেশন করুন। উপকরণ
হাঁস ১ কেজি, বাদাম বাটা ২ টেবিল চামচ, হলুদের গুঁড়া ১ চা চামচ, মরিচের গুঁড়া ২ চা চামচ, জিরা গুড়া ১ চা চামচ, পোস্ত বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, লবণ পরিমানমতো, পানি পরিমান মতো, তেল ৬ টেবিল চামচ, এলাচ ৪ পিস, দারচিনি ৪ পিস।
প্রণালি
ফ্রাইপ্যনে তেল গরম করে, পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন পেঁয়াজ ব্রাউন হলে এতে এলাচ, দারচিনি দিয়ে আরো কিছু সময় ভেজে আদা রসুন বাটা দিন, আদা রসুন বাটা, পরিমানমতো লবণ, হলুদগুঁড়া, মরিচগুঁড়া, জিরাগুড়া দিয়ে অল্প পানি দিয়ে মসলা কষিয়ে এতে হাঁসের মাংস দিন মাংস ঢেকে কষিয়ে নিন, কষানো হলে আবার ও পরিমানমতো গরম পানি দিন সেদ্ধ হয়ে এলে এতে পোস্তবাটা ও বাদাম বাটা দিয়ে কষিয়ে নামিয়ে পরিবেশন করুন পরোটা অথবা পোলাও এর সাথে।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com