• মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৮:১৮
সর্বশেষ :
না.গঞ্জ সদরের রাজাপুর ঘাট ইজারা পুনঃ দরপত্র কৃষকদলের আহ্বায়ক ভাসানের উপর হা ম লাকারীর বিচারের দাবীতে মিছিল ও সমাবেশ  শ্যামনগরে বিএনপি নেতার নাম ভাঙিয়ে নদীর চর দখলের চেষ্টা, থানায় জিডি দেবহাটায় কৃষি অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবে দুই গ্রুপের সং ঘ র্ষ, সভাপতিসহ আহত ৩০ প্রচার মাইকের যন্ত্রণা, অটোরিকশাসহ যানবাহনের হর্ণের বিকট শব্দে নাকাল ডুমুরিয়া তালায় ফসল, মৎস্য ও প্রাণীসম্পদ খাতের সফল উদ্যোক্তাদের মাঝে সম্মাননা প্রদান তালা-কলারোয়ার সিংহভাগ উন্নয়ন বিএনপির আমলেই হয়েছে : হাবিবুল ইসলাম শ্যামনগরে প্রতিবন্ধীর জায়গা দ খ লের অপচেষ্টা, মা ম লা দেবহাটায় ডাঃ শহিদুল আলমের ৩১দফা বাস্তবায়নে প্রচারনা শুরু

শ্যামনগরে জমি বি রো ধে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ৭৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগরে জমি বিরোধ কে কেন্দ্র করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারী (শনিবার ) শ্যামনগর উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে পশ্চিম বিড়ালক্ষীতে ভিটাবাড়ি ও মৎস্য ঘের দখলের অপচেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় শহিদুল ইসলাম জানান, শ্যামনগরের পশ্চিম বিড়ালক্ষীতে তাদের ভিটাবাড়ি ও মৎস্য ঘের দখলের অপচেষ্টা করা হচ্ছে। তাদের দীর্ঘদিনের ভিটা বাড়ী ও মৎস্য ঘের টি পশ্চিম বিড়ালক্ষী গ্রামের রফিকুল ইসলাম, আবুল বাসার, ইত্তেজাবিন ইসলাম, আনারুল ইসলাম, কুদ্দুছ মোল্যা, আব্দুস সাত্তার মোল্যা, ফেরদৌস মোল্যা,দীন ইসলাম সহ কয়েক লাভ ও লোভের বশবতী হয়ে অবৈধভাবে জবর দখলের অপচেষ্টা করছে। পশ্চিম বিড়ালক্ষী মৌজার জে,এল নং- ১০৪ এর মধ্যে ২৮.০৯ একরের মধ্যে ১১একর জমিতে ভিটা বাড়ি, মৎস্য ঘের, কবর স্থান, পুকুর খনন, ঘর বাড়ি তৈরী করে ভোগ দখল করে আসছেন শহিদুল ইসলাম গং। ভিটা বাড়ী ও মৎস্য ঘের টি অবৈধভাবে দখল করার অপচেষ্টার বিরুদ্ধে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, সাতক্ষীরা বরাবরে ১৪৫ ধারায় তার চাচাতো ভাই খায়রুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। যার নং পি- ১২১/২৫।

 

বিজ্ঞ আদালত শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) জমির দখল বিষয়ে তদন্ত করে রিপোর্ট দিবেন।

 

শ্যামনগর থানা অফিসার ইনচার্জ নালিশী জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখবেন। ২য় পক্ষ আদালতে হাজির হয়ে কারণ দর্শাবেন এবং ১ম পক্ষ আরজীর কপি ও প্রসেস ফি দাখিল করবেন এ মর্মে আদেশ দেন। সি.এস রেকর্ডীয় মালিক নছিম ঢালীর মৃত্যুর পর ওয়ারেশ সূত্রে নালিশী ভূমি প্রাপ্ত হইয়া নিজ নামে নাম পত্তন করে খাজনা দাখিলা পরিশোধ করে তথায় কিছু ভূমিতে মৎস্য ঘের ও কিছু ভূমিতে ভিটা বাড়ী তৈরি করে বিভিন্ন প্রকার ফলবান বৃক্ষাদী লাগিয়ে রফিকুল ইসলাম ও গ্রামবাসী সর্ব সাধারনের পূর্ন জ্ঞাতসারে দ্বাদশ বর্ষের বহু উর্দ্ধকাল যাবৎ ভোগ দখল অধ্যবধি রয়েছেন শহিদুল ইসলাম গং।

 

এ ভিটাবাড়ি ও মৎস্য ঘের জোর পূর্বক অবৈধ ভাবে জবর দখল করতে রফিকুল ইসলাম গং ঘের লুটপাট, মারধর, খুন,জখম সহ নানাবিধ ভয় ভীতি, সেনাবাহিনী অফিসে ভুল বুঝানোর চেষ্টা, প্রশাসন কে জড়িয়ে মিথ্যার অভিযোগে লিফলেট বিতরণ, মিথ্যা সংবাদ পরিবেশন ও অপচেষ্টা অব্যহত রাখায় কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন শহিদুল ইসলাম।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com