• শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৮:৫১
সর্বশেষ :
দেবহাটার ইছামতি নদীতে জালে ধরা পড়লো বিশাল এক কচ্ছপ ডুমুরিয়ায় তিন বছরের শিশু ধ র্ষ ণের অভিযোগে ধ র্ষ ক আটক কালিগঞ্জের কালিকাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সাতক্ষীরার ২০৩ কিমি সীমান্তে বিজিবির টহল জোরদার, সহায়তায় প্রস্তুত এলাকাবাসী কৃষ্ণনগরে চোর-চক্রের হানা, স্বর্ণালঙ্কারসহ অর্ধ কোটি টাকার সম্পদ লুট শ্যামনগরে স্থানীয় সাংবাদিকদের জলবায়ু বিষয়ক প্রশিক্ষন শ্যামনগরে সরকারি জায়গা দখলের হিড়িক, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কালিগঞ্জের বিষ্ণুপুরে শত্রুতার জেরে বৃক্ষ নিধন করেছে দূ র্বৃ ত্তরা শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন সাংবাদিককে কারাদন্ড দেওয়া সেই ইউএনওকে অবশেষে রংপুরে বদলী

ডুমুরিয়ায় ধান কাটা শুরু বাম্পার ফলন

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি / ৩৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

খুলনার ডুমুরিয়ায় চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে পেকে যাওয়ায় বৈশাখী ঝড় বৃষ্টি শুরুর আগেই খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় ১৪টি ইউনিয়নে বিভিন্ন মাঠে ধান কাটতে শুরু করেছেন কৃষকরা। এতে তাদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

 

খোঁজ নিয়ে জানা যায়, বোরো ধানের ভান্ডার হিসেবে সারাদেশে পরিচিত ডুমুরিয়া । এ ধানেই চলে সারা বছরের খোরাক। ধানের বড় একটি অংশ বিক্রি করে ছেলেমেয়েদের পড়াশোনা, বিয়ে-শাদি ও সংসার চলে এই অঞ্চলের কৃষকদের। ধানকে ঘিরেই চাঙা হয় প্রান্তিক পর্যায়ের অর্থনীতি।

 

চলতি মৌসুমে ডুমুরিয়া বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, ডুমুরিয়া উপজেলায় ২১, ৫৫৮ হেঃ জমিতে বোরো ধানের চাষ হয়, যেখান থেকে ১ লক্ষ ৫৩ হাজার ৪৩ মেট্রিক টন ধান উৎপাদন হবে। চাল হবে ১ লাখ ২ হাজার ৫৩৯ মেট্রিক টন। কৃষক মোঃ আব্দুল হামিদ বলেন, এবছর বোরো ধানের ফলন ভালো হওয়ায় কৃষকরা খুশি। স্বপন কুমার রাহা নামের আরেক কৃষক বলেন, ‘এবার ধান ভালো হয়েছে। বৈশাখ শুরুর আগেই ধান কেটে ঘরে তুলতে পারছি। সত্যিই অনেক আনন্দ লাগছে কষ্টের ফসল ধান ঘরে তুলতে পেরে।‘ কৃষক রহমত আলী বলেন, কৃষকরা যদি একমাস সময় হাতে পান, তাহলে সম্পূর্ণ ধান ঘরে তোলা সম্ভব হবে।

 

ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন বলেন, ডুমুরিয়া উপজেলায় এবছর বোরো ধানের ফলন ভালো হয়েছে। তবে মাঠ পর্যায়ে আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি যাতে ৮০ শতাংশ ধান পাকলে তারপরই কাটেন। কেননা যেকোন সময় ঝড় বৃষ্টিতে ধান ক্ষতিগ্রস্থ হতে পারে। ডুমুরিয়ায় আনুষ্ঠানিকভাবে পহেলা বৈশাখের আগে থেকে ধান কাটা শুরু হয়েছে। ধান কাটা উৎসবে কৃষি উপদেষ্টা উপস্থিত থাকতে পারেন বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com