• মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৬:০৫
সর্বশেষ :
নগরঘাটায় তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা’ উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে চাল বিতরণ শ্যামনগরে দিলীপ গং ও রঘুনাথের রোসানাল থেকে বাচতে দিনমজুরের মানববন্ধন ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের নতুন রাস্তা আঞ্চলিক অফিসে নেতা-কর্মিদের সাথে মতবিনিময় আশাশুনিতে পুলিশ সদস্যের বি’রু’দ্ধে দু’র্নী’তির অ’ভি’যোগ দেবহাটায় সাবেক ছাত্রদল নেতাদের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে প্রস্তুতি সভা চিংড়ি চাষে ভাগ্যবদল, ডুমুরিয়ার মারুফ এখন সফলতার রোল মডেল সাতক্ষীরার উপকূল গাবুরার মাঠে মেয়েদের স্বপ্নের জয়যাত্রা: ঘরের চার দেয়াল ভেঙে এক নীরব বিপ্লব শ্যামনগরে সড়ক ও জনপদের জায়গা অ’বৈধ স্থাপনা উ’চ্ছেদ দায়সারা, পুনরায় বে-দখল নদীর চর থেকে হাত-পা বাঁধা অবস্থায় যুবককে উ’দ্ধার

খুমেক হাসপাতালে সাংবাদিককে মারধরের অ ভি যো গ

খুলনা সংবাদদাতা / ২০৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

ডিউটি অফিসার ও আনসার সদস্যদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

 

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) স্ট্যাফ রিপোর্টারকে মারধরের অভিযোগ উঠেছে। দৈনিক খুলনাঞ্চল পত্রিকার স্ট্যাফ রিপোর্টার ও রাজধানী টেলিভিশনের খুলনা জেলা প্রতিনিধি মো. রাজু হাওলাদার এ ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, গত শনিবার (২৭ এপ্রিল ২০২৫) বিকেল চারটার দিকে খুলনা সদর থানাধীন দোলখোলা এলাকার এক কলেজছাত্রীর মৃত্যুর খবর সংগ্রহের জন্য খুমেক হাসপাতালে যান সাংবাদিক রাজু হাওলাদার। সেখানে তিনি কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মেহেনাজ মোশারফের কাছে মৃত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারণ জানতে চান। পরিচয়পত্র দেখিয়েও তথ্য না পেয়ে ভিকটিমের পরিবারের সঙ্গে কথা বলার পরামর্শ দেওয়া হয়।

 

এ সময় ডা. মেহেনাজ মোশারফ সাংবাদিকের সঙ্গে খারাপ আচরণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

অভিযোগে আরও বলা হয়, মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণের সময় ডা. মেহেনাজ উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং আনসার সদস্যসহ অন্যদের দিয়ে মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। মোবাইল না দিলে রাজু হাওলাদারকে এলোপাতাড়ি চড়-থাপ্পড় ও কিলঘুষি মারা হয়। পরে আশপাশের উপস্থিত লোকজন তাকে উদ্ধার করেন।

 

এ বিষয়ে জানতে চাইলে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

এদিকে, খুলনার সাংবাদিক মহলে এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়েছে। দ্রুত দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com