• শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১
সর্বশেষ :
শ্যামনগরের পার্শ্বেমারী গ্রামে পানি শোধনাগারের শুভ উদ্বোধন করলেন পুলিশ সুপার দিনের ভোট রাতে নয়, আমার ভোট আমি দেব : আফরোজা আব্বাস ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা দেবহাটার পারুলিয়া ও কুলিয়ার ৪টি গ্রামকে অপু’ষ্টি’মুক্ত ঘোষণা সাতক্ষীরা-১: তরুণ নেতা আরিফুজ্জামান মামুনের জনপ্রিয়তা বাড়ছে দেবহাটায় শিশু শ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে গোল টেবিল বৈঠক নগরঘাটায় জামায়াতে ইসলামীর জরুরী বৈঠক অনুষ্ঠিত দেবহাটা উপজেলা জামায়াতের আয়োজনে বৃহস্পতিবার সুধী সমাবেশ দেবহাটায় প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা শ্যামনগরে সরকারিভাবে নিলামকৃত জমি ও মৎস্য ঘের জো’র’পূর্বক দ’খ’লের চেষ্টা

খুমেক হাসপাতালে সাংবাদিককে মারধরের অ ভি যো গ

খুলনা সংবাদদাতা / ১৮৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

ডিউটি অফিসার ও আনসার সদস্যদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

 

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) স্ট্যাফ রিপোর্টারকে মারধরের অভিযোগ উঠেছে। দৈনিক খুলনাঞ্চল পত্রিকার স্ট্যাফ রিপোর্টার ও রাজধানী টেলিভিশনের খুলনা জেলা প্রতিনিধি মো. রাজু হাওলাদার এ ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, গত শনিবার (২৭ এপ্রিল ২০২৫) বিকেল চারটার দিকে খুলনা সদর থানাধীন দোলখোলা এলাকার এক কলেজছাত্রীর মৃত্যুর খবর সংগ্রহের জন্য খুমেক হাসপাতালে যান সাংবাদিক রাজু হাওলাদার। সেখানে তিনি কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মেহেনাজ মোশারফের কাছে মৃত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারণ জানতে চান। পরিচয়পত্র দেখিয়েও তথ্য না পেয়ে ভিকটিমের পরিবারের সঙ্গে কথা বলার পরামর্শ দেওয়া হয়।

 

এ সময় ডা. মেহেনাজ মোশারফ সাংবাদিকের সঙ্গে খারাপ আচরণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

অভিযোগে আরও বলা হয়, মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণের সময় ডা. মেহেনাজ উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং আনসার সদস্যসহ অন্যদের দিয়ে মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। মোবাইল না দিলে রাজু হাওলাদারকে এলোপাতাড়ি চড়-থাপ্পড় ও কিলঘুষি মারা হয়। পরে আশপাশের উপস্থিত লোকজন তাকে উদ্ধার করেন।

 

এ বিষয়ে জানতে চাইলে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

এদিকে, খুলনার সাংবাদিক মহলে এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়েছে। দ্রুত দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com