• সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১০:২৮
সর্বশেষ :
মুসলিমা খাতুন: গৃহিণী থেকে স্বাবলম্বী মাছচাষি ধানমন্ডি ৩২ ঘিরে রেখেছেন সেনাসদস্যরা, যান চলাচল এখনো বন্ধ শেখ হাসিনার রায় নিয়ে বিবৃতি দিলো ভারত শ্যামনগর আবাদ চন্ডিপুর খোসালখালী মৎস্যজীবী সমিতির অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে ভিক্ষুকের টাকা আত্মসাতের অভিযোগের তদন্ত শুরু তফসিল ঘোষণার আগে দেশে না এলে ভোটার হতে পারবেন না তারেক রহমান আশাশুনিতে নাশকতা ঠেকাতে উপজেলাব্যাপী পুলিশের বিশেষ মহড়া আশাশুনিতে আধা-নিবিড় পদ্ধতিতে মাছ চাষের ভদ্রকান্ত সরকারের সফলতার গল্প ঢাকায় বড় পর্দায় সরাসরি সম্প্রচার হবে শেখ হাসিনার রায় ধানের শীষ যার হাতে তিনি তারেক রহমানের প্রার্থী- মহম্মদপুরে সেলিমা রহমান

দেবহাটায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ১৬ ও ১৭ মে সমাবেশ সফলে প্রস্তুতি সভা

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ৬০৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১০ মে, ২০২৫

দেবহাটায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আগামী ১৬ মে সেমিনার ও ১৭ মে তারুন্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্টার বিষয়ে সমাবেশ সফলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ মে সকাল সাড়ে ১১টায় দেবহাটা উপজেলা মডেল মসজিদের হলরুমে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর কবির পল্টু।

 

প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডঃ কামরুজ্জামান ভূট্রো।

 

বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজিব, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মঞ্জুরুল শোর্শেদ মিলন ও যুগ্ম আহবায়ক এসএম তানভীর মজিদ।

 

দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম বাবুর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম বাপ্পা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শামিউল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহম্মদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান মিন্টু, যুগ্ম আহবায়ক আলমগীর কবির, যুগ্ম আহবায়ক রিয়াজ কামাল মামুন, যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক জাকিরুল ইসলাম, দেবহাটা ইউনিয়নের আহবায়ক মোহাসিন আলী, সদস্য সচিব হাবিবুল্লাহ, নওয়াপাড়া ইউনিয়নের সদস্য সচিব রুহুল আমিন, সখিপুর ইউনিয়নের আহবায়ক আনোয়ার হোসেন, পারুলিয়া ইউনিয়নের শফিকুল ইসলাম ও রেজাউল ইসলাম, কুলিয়া ইউনিয়নের আহবায়ক আব্দুর রহিম, সদস্য সচিব মুরশিদ আলী প্রমুখ।

 

সভায় আগামীতে স্বেচ্ছাসেবক দলের সম্মেলনে যারা ত্যাগী ও জেলজুলুমের শিকার হয়েছে তাদেরকে প্রাধান্য দেয়ার আহবান জানানো হয়। এছাড়া আগামী ১৬ ও ১৭ মে সমাবেশ সফলে বিস্তারিত আলোচনা করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com