• বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০২:৩৬
সর্বশেষ :
মহম্মদপুরে পেঁয়াজ সংরক্ষণে জন্য কৃষকদের মাঝে এয়ার-ফ্লো মেশিন বিতরণ  শ্যামনগরে শিয়াল মারার বিদ্যুতের ফাঁদে গৃহবধূর ম র্মা ন্তি ক মৃ ত্যু জলাবদ্ধতা নিরাসনে সরজমিন পরিদর্শনে ডুমুরিয়ার ইউএনও অভিযোজন প্রকল্প জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষিতে দিচ্ছে নতুন দিশা শ্যামনগরের স ন্ত্রা সী কায়দায় চিংড়ির হ্যাচারি দখল পাইকগাছায় কয়েকদিনের ভারী বর্ষণে নিন্মাঞ্চল প্লাবিত; ফসলের ক্ষতি; বেড়েছে জনদূর্ভোগ সাংবাদিক গাজী মোক্তার হোসেনের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের অবস্থান কর্মসূচি পালিত ভারী বৃষ্টিতে বিপাকে পাটকেলঘাটা এলাকার নিম্নআয়ের মানুষ আশাশুনি বাজার ও ওয়াপদার পাশে বসবাসকারীরা নদী ভাঙ্গনে উদ্বিগ্ন

নারায়ণগঞ্জে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের অবস্থান কর্মসূচি পালিত

জাহাঙ্গীর হোসেন / ৬০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবিনামা দ্রুত বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে অবস্থান কর্মসূচি (৩ ঘন্টা) পালিত হয়।

 

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮-১১টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় চত্বরে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ওয়াসি উদ্দিন রানা’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

 

জেলা শাখার সাধারণ সম্পাদক আবু নাসের মোল্লার সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ মাকসুদুল হাসান মতিন, সদর উপজেলার সভাপতি মিরাজুল করিম ও সম্পাদক শিবানী মোদক, সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি আ. কাদের শ্যামল ও সম্পাদক মুক্তার হোসেন, বন্দর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আল মামুন ও সম্পাদক মো হাসান জনি, আড়াইহাজার উপজেলা শাখার সভাপতি মোঃ সানাউল্লাহ ও সম্পাদক আজিমউদ্দিন সুমন, রূপগঞ্জ উপজেলার সম্পাদক মোঃ শাহ আলম ওআ.করিমসহ ও অন্যান্য নেতৃবৃন্দ।

 

অবস্থান কর্মসূচিতে নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ মাসের (জুলাই) মধ্যে দাবি আদায় না হলে ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধ করতে বাধ্য হবো।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com