• রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০১:০৫
সর্বশেষ :
ডুমুরিয়ায় ধুন্দল চাষে ভালো ফলনে কৃষকের মুখে হাসি মহম্মদপুরে শিক্ষক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত নগরঘাটায় অসুস্থ ব্যক্তির খোজ-খবর নিলেন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা জাতীয় নাগরিক পাটি সকল চাঁ দা বাজদের রুখে দেবে : নাহিদ ইসলাম ডুমুরিয়ায় মোহাম্মদ আলি আসগার লবি স্লূইচ গেট পরিদর্শন করলেন কোনো দূর্নীতি-চাঁ দা বাজের রক্ষা হবে না, মহম্মদপুরে- নিতাই রায় চৌধুরী  অসহায়দের মাঝে ভ্যান ও টিনসহ অনুদান প্রদান করলেন সাতক্ষীরা জেলা প্রশাসক ব্যবসায়ীকে প্রকাশ্যে পাথর মে রে হ ত্যা : গ্রেপ্তার ৪ সততা ও নিষ্ঠার সাথে থানা এলাকার আইন শৃঙ্খলা বজায় রাখতে আমি সর্বদা স্বচেষ্ট-ওসি হাফিজুর রহমান সাতক্ষীরায় দায়িত্বরত অবস্থায় এসআই’র মৃ ত্যু

জাতীয় নাগরিক পাটি সকল চাঁ দা বাজদের রুখে দেবে : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিনিধি / ৪৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫

জাতীয় নাগরিক পাটির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, আপনারা কোন চাঁদাবাজদের ভয় পাবেন না। জাতীয় নাগরিক পাটির সকল চাঁদাবাজ ও সন্ত্রাসীদের রুখে দেবে।জুলাই অভ্যুথানের পর আমরা দেশে সংষ্কার চেয়েছি, বিচার চেয়েছি, নতুন সংবিধান চেয়েছি, কিন্ত একটি পক্ষ সংষ্কার না করে নির্বাচন করে ক্ষমতায় যেতে চায়।

 

তিনি আরো বলেন, আমরা সাতক্ষীরার স্বাস্থ্য, শিক্ষা ও যাতায়ত ব্যাবস্থা সম্পর্কে আমরা জানি। এখানে একটি রেল লাইন দরকার আমরা সেটি বাস্তবায়ন করব।আমাদের সুন্দরবন এবং জলবায়ুর রক্ষায় জাতীয় নাগরিকপাটি কাজ করবে।

 

নাহিদ ইসলাম বলেন, একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়। আমরা তাদের বলতে চাই স্বৈরাচার শেখ হাসিনাকে আমরা ভারতে পালাতে বাধ্য করেছি। যারা এই পথে হাটবে তাদেরও একই পরিনতি হবে। সামনে আমরা চাঁদবাজ সন্ত্রাসীরদের বিরুদ্ধে আমরা ইশতেহার দিব। আপনার সকলেই জুলাই গনঅভ্যুন্থানের পক্ষে থাকবেন।

 

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা জেলায় জেলা চাঁদাবাজ নির্মুল কমিটি করতে চাই। আজকের পর থেকে যেখানে চাঁদবাজদের দেখবেন তাদের গনধোলাই দিয়ে পুলিশে দিবেন। বাংলাদেশ এনসিপি ও ছাত্রজনতা এক হয়ে দেশের সকল অপকর্ম রুখে দিবে ইনশাল্লাহ । শনিবার (১২জুলাই) দুপুরে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ের শহীদ আসিফ চত্বরে জেলা নাগরিক পাটি( এন. সি.পি) আয়োজিত এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তিনি। সাতক্ষীরা নাগরিক পাটির আহবায়ক কামরুজ্জামান বুলুর সভাপতিত্বে ও সদস্য সচিব ড. মনিরুজ্জামানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পাটির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিন অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ যুগ্ন আহবায়ক ডা. তাসনিম জারা প্রমুখ।

 

 

এ সময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পাটির সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারী, যুগ্ন সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, সদস্য নাহিদা সারওয়ার নিভা, জেলা ছাত্র সন্ময়ক আরাফাত হোসনসহ জেলা বিভিন্ন প্রান্ত থেকে আগত বিভিন্ন পর্যায় নেতাকর্মীরা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com