জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে মাগুরার মহম্মদপুরে বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে উপজেলা বিএনপির আয়োজনে এই বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উপস্থিতিতে আমিনুর রহমান কলেজ মাঠ থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, ট্রাফিক চত্বরে এসে সমাবেশে যোগ দেয়।
জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আকতার হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমিনুর রহমান খাঁন পিকুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এস এম ইউনুস আলী, জহুরুল হক, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান প্রমূখ।
৫ আগস্ট ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে উপজেলা বিএনপির দুই গ্রুপ আলাদা আলাদা ভাবে এই বিজয়ের বর্ষপূর্তি পালন করেন।
এ উপলক্ষে অপর গ্রুপ বিজয় র্যালি শেষে শহীদ আহাদ চত্বরে সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, জেলা জর্জ কোর্টের শিশু ও মহিলা বিষয়ক পিপি এ্যাড. মনিরুল ইসলাম মুকুল, সাবেক যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলাম টুকু, মুহিদুল ইসলাম, জেলা যুবদলের সদস্য মো: রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক তরিকুল ইসলাম তারা এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুজ্জামান মিল্টন প্রমূখ।
https://www.kaabait.com