• রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১২:২৬
সর্বশেষ :
দেবহাটায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালীগঞ্জ বিজয়ী বিএনপি ছেড়ে অর্ধশতাধিক কর্মী-সমর্থক যোগ দিলেন জামায়াতে ডুমুরিয়ায় ফুলকপির বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি সাতক্ষীরার শ্যামনগরে ডাকাতি প্রস্তুতিকালে আটক ২ বাউখোলায় ঐতিহ্যবাহী ঢালী খেলা অনুষ্ঠিত দলের মনোনয়ন আমার কর্ম ও জনগণের প্রতি দায়িত্ববোধের স্বীকৃতি: কাজী আলাউদ্দিন খুলনা বিভাগে বিএনপির একমাত্র নারী প্রার্থী সাবিরা সুলতানা মুন্নী আশাশুনিতে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত দেবহাটায় বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালী ও সমাবেশ ক্ষু’ধার জ্বালায় কেশবপুর ছেড়ে ডুমুরিয়ায় হনুমানের আগমণ

আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

বি এম আলাউদ্দিন, আশাশুনি প্রতিনিধি / ২০৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন, আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

 

অনুষ্ঠানের শুরুতে র‍্যালী বের করা হয়। র‍্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মসজিদ কমপ্লেক্স পুকুরে ২৫ কেজি মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়।

 

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে মেরিন ফিসারিজ অফিসার রত্না সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সিনিঃ মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার।

 

বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় মৎস্যজীবি সমিতি জেলা আহবায়ক খায়রুল আহসান, সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, শাহারুজ্জামান, এইচ এম জামান।

 

অনুষ্ঠানে উপজেলার শ্রেষ্ঠ ক্লাস্টার পদ্ধতিতে মাছ চাষী শাহারুজ্জামান, ২য় স্থান অধিকারী চাষী আঃ হান্নান পাড় ও মাটির পুকুরে গলদা পিএল উৎপাদনকারী এইচ এম জামানকে ক্রেস্ট প্রদান করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com