• মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৮
সর্বশেষ :
শ্যামনগরে কপ৩০ পূর্ববর্তী আঞ্চলিক সংলাপ অন্তর্ভুক্তিমূলক জলবায়ু পদক্ষেপে নতুন প্রত্যাশা কে’য়া’ম’তের দিন মানুষ নিজের তিন পাশে যা দেখতে পাবে তালার মাগুরা ইউনিয়ন বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত ডুমুরিয়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন আশাশুনিতে দৈনিক সাতক্ষীরার সকালের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন জুলাই সনদের ভিত্তিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে : মিয়া গোলাম পরওয়ার শিক্ষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন হাবিবুল ইসলাম হাবিব ফয়জুল্যাপুর ফ্রেন্ডস ক্লাবের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন ধানদিয়া ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন শাসক হতে চাই না জনগণের সেবক হতে চাই : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

দেবহাটার কুলিয়ায় শিশুকার্ডে অনিয়মের অভিযোগে মা’নব’বন্ধন ও বি’ক্ষো’ভ

দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ১৯৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

দেবহাটার কুলিয়ায় শিশুকার্ড ভুক্তভোগী তালিকায় এক যুবদল নেতার অনিয়ম ও দূর্নীতির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর বিকাল ৪টায় এলাকাবাসীর আয়োজনে কুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে শতাধিকের বেশি মহিলা ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

 

উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে কুলিয়া ইউনিয়নের শিশুকার্ড ভুক্তভোগী তালিকায় অর্থের বিনিময় ও বিভিন্ন অনৈতিক সুবিধা নিয়ে উপজেলা যুবদলের এক নেতা তালিকায় নাম দিয়েছেন এমন অভিযোগ করেন সমাবেশে অংশগ্রহণকারী মহিলারা।

 

তারা ঐ যু্বদল নেতার নাম উল্লেখ করে বলেন, তিনি টাকা নিয়ে সরকারী নিয়মনীতির বাইরে যেয়ে যারা শিশু কার্ড পাওয়ার যোগ্য না তাদের নাম দিয়েছেন। এমনকি যাচাই বাচাই শেষে তালিকা উপজেলা থেকে চুড়ান্ত করার পরে চাল প্রদানের আগ মূহুর্তে কম্পিউটার প্রিন্টের তালিকাভুক্ত একজনের নাম দিয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে প্ররোচিত করে আরেকজনের নাম হাতে লিখে দিয়েছেন। যার কারনে এলাকাবাসী গত মঙ্গলবার চাল প্রদানের দিন তাৎক্ষণিক প্রতিবাদ জানালে সংশ্লিষ্টদের হস্তক্ষেপে ঐ হাতে লেখা নাম বাদ দিয়ে পূর্বের নাম বহাল রাখা হয়। তাদের অভিযোগ মতে, এক বাড়িতে দুই তিনজনের নামেও শিশু কার্ড দেয়া হয়েছে, যেটা সরকারী নিয়মের পরিপন্হী।

 

এসকল অনিয়মের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। মানববন্ধন ও বিক্ষোভে বন্যা খাতুন এর নেতৃত্বে ভুক্তভোগী মনিরা খাতুন, তাসলিমা খাতুন, খুকুমণি, ফরিদা খাতুন, নাজমা খাতুনসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত শত শত ভুক্তভোগীরা অংশগ্রহণ করেন ও বক্তব্য রাখেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com