• মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৭
সর্বশেষ :
শ্যামনগরে কপ৩০ পূর্ববর্তী আঞ্চলিক সংলাপ অন্তর্ভুক্তিমূলক জলবায়ু পদক্ষেপে নতুন প্রত্যাশা কে’য়া’ম’তের দিন মানুষ নিজের তিন পাশে যা দেখতে পাবে তালার মাগুরা ইউনিয়ন বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত ডুমুরিয়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন আশাশুনিতে দৈনিক সাতক্ষীরার সকালের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন জুলাই সনদের ভিত্তিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে : মিয়া গোলাম পরওয়ার শিক্ষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন হাবিবুল ইসলাম হাবিব ফয়জুল্যাপুর ফ্রেন্ডস ক্লাবের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন ধানদিয়া ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন শাসক হতে চাই না জনগণের সেবক হতে চাই : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

শ্যামনগরে প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে বিএনপি নেতার মতবিনিময়

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ২২০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ সম্পাদক ও সাতক্ষীরা-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সালাম খান।

 

গত শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল ইমাম আজম মনির এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোস্তফা কামাল।

 

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুস সালাম খান বলেন, “শ্যামনগরকে আদর্শ পর্যটন এলাকায় রূপান্তর করা সম্ভব। সুন্দরবনকে কেন্দ্র করে এখানকার অর্থনীতি, শিক্ষা ও পর্যটন উন্নয়নের বিপুল সম্ভাবনা রয়েছে। এতদিনে মুন্সিগঞ্জ পর্যন্ত রেললাইন হওয়া উচিত ছিল।

 

সাতক্ষীরা থেকে শ্যামনগরে চার লেনের রাস্তা হওয়ারও প্রয়োজন ছিল, কিন্তু কোনো উদ্যোগ নেয়া হয়নি। আমি পারবো কিনা জানি না, তবে প্রত্যাশা করি শ্যামনগরের সবকিছু হবে স্পেশাল।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “দল যদি আমাকে মনোনয়ন না দিয়ে অন্য কাউকে দেয়, তবে আমি সেই দিন থেকে তার হয়ে কাজ করবো।

 

এমনকি মনোনয়ন পেয়ে নির্বাচিত না হলেও শ্যামনগরের উন্নয়নে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

 

এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর পৌর বিএনপি নেতা মো. নজরুল ইসলাম, কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রি কলেজের প্রভাষক ও পৌর বিএনপি নেতা মো. মনিরুজ্জামান বিপ্লব, সিরাজপুর স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক ও ভুরুলিয়া সার্চ কমিটির সদস্য রাজু আহমেদ, উপজেলা শহীদ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. মিজান, পৌর বিএনপি নেতা মো. মিজানুর রহমান, মো. রোকনুজ্জামান, আমিনুর রহমান, আবু বকর সিদ্দিক, আবুল হোসেন, মিয়ারাজ হোসেন, মোহাম্মদ ইয়াসিন, মনিরুল ইসলাম, হামিদুল্লাহ খান ফয়সাল, মো. টিপু সুলতানসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com