• মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৮
সর্বশেষ :
শ্যামনগরে কপ৩০ পূর্ববর্তী আঞ্চলিক সংলাপ অন্তর্ভুক্তিমূলক জলবায়ু পদক্ষেপে নতুন প্রত্যাশা কে’য়া’ম’তের দিন মানুষ নিজের তিন পাশে যা দেখতে পাবে তালার মাগুরা ইউনিয়ন বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত ডুমুরিয়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন আশাশুনিতে দৈনিক সাতক্ষীরার সকালের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন জুলাই সনদের ভিত্তিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে : মিয়া গোলাম পরওয়ার শিক্ষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন হাবিবুল ইসলাম হাবিব ফয়জুল্যাপুর ফ্রেন্ডস ক্লাবের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন ধানদিয়া ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন শাসক হতে চাই না জনগণের সেবক হতে চাই : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তফা আল মামুনের মতবিনিময়

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ১৯১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ্ব এস. এম. মোস্তফা আল মামুন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার সরদার মোহাম্মদ আলী ম্যানশনে আয়োজিত সভায় ইসলামী আন্দোলনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

সভায় এস এম মোস্তফা আল মামুন বলেন, ইসলামী আন্দোলন দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চায়। মানুষের কল্যাণে সাংবাদিকরা অপরিসীম আরো বলেন, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, কর্মসংস্থান, নারী নিরাপত্তা, দুর্নীতি ও মাদকবিরোধী কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি ভেড়িবাঁধ সংস্কার, সুপেয় পানি, বিদ্যুৎ বিভ্রাট নিরসন, পর্যটন উন্নয়ন ও শ্যামনগর হাসপাতালের সেবার মান বাড়ানোর অঙ্গীকার করেন।

 

তিনি আরো বলেন, “আমি নেতা নয়, সেবক হয়ে জনগণের আস্থা ও আশার প্রতীক হতে চাই। ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে আমৃত্যু কাজ করে যাবে।

 

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের শ্যামনগর শাখার উপদেষ্টা এস এম মিজানুর রহমান, মাওলানা মজিবর রহমান, মুফতি খায়রুল বাশার, মাওলানা আবু বক্কর সিদ্দিক মাওলানা খলিলুর রহমান, মাওলানা রেজাউল করিম, আশাশুনি উপজেলা সভাপতি শফিকুল ইসলাম,সেক্রেটারি আমিনুর রহমান, উপস্থিত ছিলেন সহসভাপতি মাওলানা জুবায়ের হোসেন, আবুজার হোসেন, শ্রমিক আন্দোলনের সভাপতি আবু বক্কর সিদ্দিক ছাত্র আন্দোলনের সভাপতি নজীবুল্লাহ প্রমূখ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com