• শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৯:৫৬
সর্বশেষ :
খুলনায় অভ্যন্তরীন বাস্তুচ্যুত অভিবাসী জনগোষ্ঠীদের সাথে লিংকেজ মিটিং আশাশুনি সেনাবাহিনীর সাহসী অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী ডালিম আটক দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পার মাতার ইন্তেকাল, শোক প্রকাশ শ্যামনগরে খুচরা সার ডিলারদের মানববন্ধন তালায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা ডুমুরিয়ায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত সাতক্ষীরার নাছিম ফারুক খান মিঠুর বহিষ্কারাদেশ প্রত্যাহার না.গঞ্জ সদরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করেন ডিসি রায়হান কবির সাতক্ষীরায় জাতীয় দৈনিক রুপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শীতের আগমনীতে কুমড়া বড়ি দিতে ব্যস্ত সময় পার করছে ডুমুরিয়ার গৃহিণীরা

নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জাহাঙ্গীর হোসেন / ৭৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

“সমন্বিত উদ্যেগ প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়নগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫।

 

এ-উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা মহড়া অনুষ্ঠিত হয়।

 

সোমবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ নোমান’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

 

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজ আমরা উদযাপন করছি আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫।
প্রতি বছর ১৩ অক্টোবর বিশ্বব্যাপী এই দিবসটি পালন করা হয়, যাতে আমরা মনে রাখি — দুর্যোগ প্রতিরোধ ও প্রস্তুতি মানুষের জীবন ও সম্পদ রক্ষার সবচেয়ে কার্যকর উপায়। দুর্যোগ বলতে আমরা বুঝি ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিকম্প, অগ্নিকাণ্ড কিংবা নদী ভাঙনের মতো প্রাকৃতিক ও মানবসৃষ্ট ঝুঁকি। কিন্তু এসব দুর্যোগের ক্ষতি কমিয়ে আনা সম্ভব, যদি আমরা আগে থেকেই প্রস্তুত থাকি।এই দিবসের মূল উদ্দেশ্যই হলো — “ঝুঁকি জানো, প্রস্তুতি নাও, নিরাপদ থাকো”। সরকার ইতিমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি, আগাম সতর্কবার্তা, আশ্রয়কেন্দ্র, স্বেচ্ছাসেবক ও প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে দুর্যোগ প্রশমনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো নিজের পরিবার, প্রতিষ্ঠান ও এলাকাকে প্রস্তুত রাখা, সচেতনতা ছড়িয়ে দেওয়া।

 

তিনি আরো বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে শুধু সরকার নয়, আমরা সবাই অংশীদার। চলুন, সচেতন হই, প্রস্তুত থাকি, এবং নিরাপদ বাংলাদেশ গড়ি।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো.সোহেল রানা, সিভিল সার্জন জনাব মো: ডা: এ এফ এম মশিউর রহমান , সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল (দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ) ও বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তাগণ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com