• বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৯:৫৮
সর্বশেষ :
শ্যামনগরে জনসভা ও গণমিছিলের মধ্য দিয়ে গাজী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু ব্যাংদহায় সড়ক দূ*র্ঘটনায় বাইসাইকেল আরোহী নি*হত ধানদিয়ায় হাবিবের প্রথম নির্বাচনী জনসভা অনুষ্ঠিত বিএনপির ৫৯ বিদ্রোহী প্রার্থীকে একসঙ্গে বহিষ্কার বিধবাকে কু*পিয়ে হ*ত্যা, রান্নাঘর থেকে মর*দেহ উদ্ধার পাইকগাছায় অবৈধ ইটভাটা–কয়লার চুল্লি উচ্ছেদ নেটিজেনদের প্রশংসায় ভাসছে প্রশাসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সাতক্ষীরা-১ আসনে পাঁচ প্রার্থীর প্রতীক বরাদ্দ সম্পন্ন শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান আব্দুস সালামকে ক্রেস্ট উপহার দিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলমগীর কবির তালায় লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত তালার হাজরাকাটিতে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নগরঘাটায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মিঠাবাড়ি বহুমুখী সংঘ চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিনিধি / ১২৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

সাতক্ষীরা জেলার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি গ্রামের বল্ডফিল্ড মাঠে শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত হয় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত এই খেলায় মুখোমুখি হয় খুলনার ডুমুরিয়া ফুটবল একাদশ ও মিঠাবাড়ি বহুমুখী সংঘ।

 

রোমাঞ্চকর এ ম্যাচে ২–১ গোলে জয় পেয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করে মিঠাবাড়ি বহুমুখী সংঘ।

 

 

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ রুহুল আমিন আকাশ।

 

 

বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসিরুল জুলফিকার খোকন, সাতক্ষীরা মেডিকেল কলেজের সিনিয়র কনসালটেন্ট ডা. ফখরুল আলম টিটু, ভূমি অফিসের নায়েব শেখ বাশারাত আলী, শিক্ষক আনারুল ইসলাম, আব্দুল মজিদ, মাহবুব মিলন, ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইলিয়াস হোসেন।

 

নগরঘাটা ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও সাবেক ওয়ার্ড সদস্য স.ম. হায়দার আলীর উপস্থিতিতে খেলায় সভাপতিত্ব করেন মিঠাবাড়ি বহুমুখী সংঘের সভাপতি স. ম. লিয়াকত।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড সদস্য শেখ সরোয়ার, ৫নং ওয়ার্ড সদস্য ডা. আব্দুল গফুর, আবুল কালাম আজাদ প্রমুখ।

 

হারুন-অর-রশিদ কলেজের প্রভাষক আতাউর রহমান আতা’র সার্বিক সহযোগিতায় খেলা পরিচালনা করেন সাতক্ষীরা সিটি কলেজের প্রভাষক মো. শিমুল হোসেন।

 

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সাথে আগামী বছর থেকে ৩লক্ষ টাকার খেলা পরিচালনা করা হবে বলে ঘোষণা করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com