• রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৬
সর্বশেষ :
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত বিইউপিএফের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে শপথ নিলেন চেয়ারম্যান এম মফিদুল হক লিটু *ঐতিহাসিক জানাজা* আগে কখনও দেখিনি ময়মনসিংহে হিন্দু যুবক হ*ত্যাকাণ্ড: গ্রেফতার ১০ নারায়ণগঞ্জ সদরে স্বাস্থ্য সহকারিদের কর্মবিরতি ২১ দিনেও প্রত্যাহার হয়নি কোমরপুরে দুই লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কয়রার বাগালি চ্যাম্পিয়ন আশাশুনিতে পুলিশের কঠোর চেকপোস্ট ও টহল কার্যক্রম স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ২৪ ঘন্টার আল্টিমেটাম শ্যামনগরে পথ নিয়ে বি*রোধ ছু*রিকাঘাতে নি*হত ১, আটক ৯ শরিফ ওসমান বিন হাদির হ*ত্যাকারীদের বিচারের দাবিতে তালায় বিক্ষোভ

নোবেল মনোনীত সুদীপ্ত দেবনাথকে সংবর্ধনা দিল ইউনিয়ন যুব জামায়াত

সাতক্ষীরা প্রতিনিধি / ৫২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের তরুণ সমাজকর্মী ও ‘শিশু নোবেল’ হিসেবে খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার–২০২৫ এর জন্য মনোনীত সুদীপ্ত দেবনাথকে সংবর্ধনা দিয়েছে ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুব জামায়াত শাখা।

 

রবিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় নবী সানার মার্কেটে অবস্থিত ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াত অফিসে এই সংবর্ধনা প্রদান করা হয়।

 

ধুলিহর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাওলানা আব্দুর করিম’র সভাপতিত্ব ও ধুলিহর ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি আবু তাহের বাবুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য ও যুব ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা রবিউল ইসলাম।

 

বিশেষ অতিথি উপজেলা কর্মপরিষদ সদস্য ও মিডিয়া বিভাগের সভাপতি মাওলানা আনিছুর রহমান, উপজেলা ইউনিট সদস্য ধুলিহর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা আশরাফুজ্জামান খোকন, ধুলিহর ইউনিয়ন আমীর মাওলানা আব্দুস সালাম, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি প্রভাষক আশরাফুল আলম বুলু, ধুলিহর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো: রবিউল ইসলাম, ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি শাহিনুর রহমান’সহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

সুদীপ্ত দেবনাথ ব্রহ্মরাজপুর সাহাপাড়া এলাকার স্কুল শিক্ষক যামিনী কুমার দেবনাথ ও সেজুতি দেবনাথ দম্পতির সন্তান। তার নানা উদ্যোগে স্থানীয় শিশু ও যুবসমাজকে শিক্ষিত ও সমাজসেবায় সম্পৃক্ত করার প্রচেষ্টা বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

 

ইউনিয়ন যুব জামায়াতের নেতৃবৃন্দ বলেন, সুদীপ্তের মতো প্রতিভাবান ও সমাজসেবায় নিবেদিত যুবসমাজকে প্রেরণা দেওয়া দেশের জন্য গর্বের বিষয়। তারা তার ভবিষ্যৎ কর্মযাত্রার জন্য শুভকামনা জানিয়ে বলেন, তার অর্জন স্থানীয় যুবকদের জন্য দৃষ্টান্ত হিসেবে কাজ করবে।

 

সংবর্ধনা অনুষ্ঠানে সুদীপ্তের প্রতি সম্মান প্রকাশের পাশাপাশি তার অর্জনকে উৎসাহিত করার মাধ্যমে সমাজে শান্তি ও মানবিক মূল্যবোধের প্রচার চালিয়ে যাওয়ার গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com