• শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৯
সর্বশেষ :
কোটিপতির ভবন রক্ষায় সড়ক সরলীকরণ না হয়ে হচ্ছে বাঁকা: নকশা পরিবর্তন ও মাদ্রাসা রক্ষার দাবিতে মানববন্ধন শাহবাগের নাম শহীদ ওসমান হাদি চত্বর ঘোষণা প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ দেশবাসীকে কাদিয়ে না ফেরার দেশে ওসমান হাদি শ্যামনগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় মুন্ডা সম্প্রদায়ের নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে প্রকল্প সমাপনী ও অভিজ্ঞতা বিনিময় সভা তালায় আম বাগান থেকে এক ব্যক্তির লা শ উদ্ধার শরিফ ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন, দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা তারেক রহমানের ফ্লাইটের সব টিকিট শেষ, নেতা-কর্মীদের দেশে ফেরার হিড়িক এখনও ট্রাভেল পাস চাননি তারেক রহমান

অ’সু’স্থ স্ত্রীর জন্য দোয়া চাইলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব

সাতক্ষীরা প্রতিনিধি / ২১৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাতক্ষীরা জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজিবের সহধর্মিণী ফারজানা আফরোজ তামান্না গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (২৬ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরা সিটি কলেজ জামে মসজিদে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশনায়ক তারেক রহমানের দেশে দ্রুত ফিরে আসা এবং সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজিবের সহধর্মিণীর সুস্থতা কামনা করা হয়।

 

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব হাফেজ মাওলানা হাবিবুল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মহাসিন আলম, সাবেক পৌর সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক, জেলা স্বেচ্ছাসেবক দল সাতক্ষীরা শাখা।

 

এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ বাচ্চু, আহ্বায়ক সদস্য কামরুল ইসলাম, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন নিরব, সাবেক পৌর জাসাস আহ্বায়ক গোলাম রাব্বি, হাবিবুল, তহীদুল ইসলাম, ইনামুল, সাইফুদ্দিন, মফিজুল ইসলাম, সাইদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

জানা গেছে, শেখ শরিফুজ্জামান সজিবের সহধর্মিণী ফারজানা আফরোজ তামান্না দীর্ঘ দেড় মাস ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার উন্নতি না হওয়ায় শনিবার তাঁকে উন্নত চিকিৎসার জন্য ভারতের বেঙ্গালুরুতে নেওয়া হয়েছে।

 

নিজের অসুস্থ স্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় তিনি সাতক্ষীরাসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com