খুলনা-সাতক্ষীরা সড়কে কৈয়া ব্রীজের ওপর এ-পাশ থেকে ও-পাশে যাওয়ার সময় দ্রতগামী মোটর সাইকেলের ধাক্কায় ডুমুরিয়া উপজেলার মির্জাপর গ্রামের মৎস্য চাষি প্রভাষ মন্ডল(৩৫) প্রাণ হারিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সুত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে মির্জাপুর গ্রামের দরিদ্র চাষি প্রভাষ মন্ডল কৈয়া এলাকার একটি ঘেরে মাছের খাবার দিয়ে বাড়ি ফেরার জন্য কৈয়া ব্রীজের ওপরদিয়ে এ-পাশ থেকে ও-পাশে যাওয়ার সময় হঠাৎ খুলনাগামী একটি মোটর সাইকেল তাকে সজোরে ধাক্কা মারে। ওই ঘটনায় প্রভাষ পড়ে যেয়ে মাথায় গুরুত্বর আঘাত পান।
দূর্ঘটনা দেখে ঘাতক মোটর সাইকেলটি পালিয়ে গেলেও এলাকার লোকজন এসে দ্রত আহত প্রভাষকে উদ্ধার করে ডুমুিরয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থা বেগতিক বুঝে দ্রত তাকে খুমেক হাসপাতালে পাঠায়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রভাষ সকাল ৯টার দিকে মৃত্যুবরণ করেন। দুপুরে মির্জাপর শ্মশানে তার মরদেহ দাহ করা হয়েছে।
https://www.kaabait.com