• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:০৬
সর্বশেষ :
হাইওয়ে পুলিশের সার্জেন্ট সেজে প্রতারণা: ৩ প্রতারক গ্রেফতার, আলামত উদ্ধার রাজধানীতে নিজ বাসায় জামায়াত নেতা খু*ন দেবহাটার সখিপুর হাইস্কুলের রজত জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা সাতক্ষীরা থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার ৭ সিলেট থেকে নির্বাচনি প্রচারণা শুরু করবেন তারেক রহমান বিদ্যা বিকাশ কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষা উপকরণ বিতরণ তালায় সড়ক দৃ*র্ঘ*টনায় প্রাণ হারাল এনজিও কর্মী রানা নগরঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ সরদারের ইন্তেকাল আশাশুনিতে হাইকোর্টের রিট পিটিশন মামলার তদন্ত সম্পন্ন জুলাই সংগ্রামের বার্তাবীর, সাতক্ষীরার গর্ব মাহিন

পাটকেলঘাটায় হামলা ও মারপিট করে নগদ টাকা স্বর্ণালংকার মোটরসাইকেল লুটপাট

নিজস্ব প্রতিনিধি / ১১৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

পাটকেলঘাটার বড়কাশিপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে জোর পূর্বক বেআইনি ভাবে অনধিকার প্রবেশ করে বাড়িতে থাকা মহিলাদের মারধর করে নগদ টাকা, স্বর্ণালংকার ও একটি পালসার মোটরসাইকেলসহ বিভিন্ন জিনিস পত্র লুটপাট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

 

লিখিত অভিযোগ ও ভুক্তভোগীরা জানিয়েছেন, বড়কাশিপুর গ্রামের শেখ আব্দুল হকের বাড়িতে গত ২৪ নভেম্বর ভোর বেলায় একই গ্রামের বাহারুল শেখ (৩৫), মনিরুল শেখ (৪০), উভয় পিতা- খোদাবক্স শেখ, রুপা বেগম (২০), স্বামী- নাঈম শেখ, শিরিন বেগম (৩০), স্বামী- বাহারুল শেখ, জেসমিন খাতুন (২৮), স্বামী- মনিরুল শেখ পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে হাতে লোহার রড,শাবল,হাতুড়ি ও বাঁশের লাঠি নিয়ে জোর পূর্বক প্রবেশ করে বসতঘর ও আলমারির তালা ভেঙে সবকিছু তছনছ করে। তারা ঘরে থাকা আমার পুত্রের পালসার মোটরসাইকেল, আলমারী ও সোকেচের তালা ভাঙ্গিয়া সোকেচে থাকা আড়াই ভরি ওজনের বিভিন্ন প্রকারের স্বর্ণের গহনা (কানের দুল, হাতের রুলি, গলার চেইন), যার অনুমান মূল্য ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা এবং সোকোচের ড্রয়ারের ভিতরে রাখা নগদ ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা লুটপাট করে নিয়ে যায়।

 

এসময় তাদের বাড়িতে থাকা একমাত্র কন্যা রুমানা খাতুন টের পেয়ে তাদের বাধা দিতে গেলে বাহারুল শেখ তাকে ধাক্কা দিয়া ফেলাইয়া দেয়। এসময় তার ডাকচিৎকারে গৃহকর্ত্রী হাসিনা বেগম দ্রুত বাড়িতে এসে তাদেরকে বাধা দিতে গেলে তবিবুর রহমান তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং সবাই তাকে বেদম মারপিট করে সকল মালামাল নিয়ে দ্রুত চলে যায়। পরে মারাত্মক আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন।

 

এঘটনায় ভুক্তভোগী হাসিনা বেগম বাদী হয়ে পাটকেল ঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর এস আই রাসেল ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পান। কিন্তু পাটকেল ঘাটা থানার অফিসার ইনচার্জ থানায় মামলা না নিয়ে আদালতে মামলা করার পরামর্শ দেন বলে হাসিনা বেগম এ প্রতিনিধিকে জানিয়েছেন।

 

এসময় তিনি আরও জানান চাকুরির কারণে আমার স্বামী ও পুত্র বাড়িতে না থাকায় তারা আমাদের মারধর করে সবকিছু লুটপাট করে নিয়ে গেছে।

 

বিষয়টি জানতে চাইলে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ শাহীনের মুঠোফোনে কল দিলেও রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ভুক্তভোগী পরিবারটি সাতক্ষীরার পুলিশ সুপারের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com