• বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৪:০৭
সর্বশেষ :
ডুমুরিয়া উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের সাথে নির্বাচনী সভা কলারোয়ায় জনসভায় হাবিবুল ইসলাম হাবিব, সেতু ও শিক্ষা অবকাঠামোর আশ্বাস কেউ ঝগড়া পাঁকাতে আসলে ছেড়ে দেওয়া হবে না: ডাঃ শফিকুর রহমান সাতক্ষীরা-২ আসনে শেষ মুহূর্তে ভোটে এসে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন সাবেক এমপি আশু সাতক্ষীরায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে লাইসেন্স বিহীন ভোজ্য তেলের কারবার: সংবাদ সংগ্রহে হুমকি! না.গঞ্জে সাংবাদিক জাহাঙ্গীর হোসেনের জন্মদিন পালিত বিজয়ী হলে সর্বপ্রথম চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান: সাতক্ষীরার জনসভায় জামায়াত আমীর ডুমুরিয়ায় একটি নক্ষত্রের শিক্ষক আবু সাঈদ আহমদ বিদায় তালায় ধানের শীষের নির্বাচনীয় জনসভা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা উপলক্ষে সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

ডুমুরিয়ায় কৃত্রিম প্রজনন সেবা ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

শেখ মাহাতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা / ৭৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

খুলনার ডুমুরিয়া উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫-এর অংশ হিসেবে আয়োজন করা হয়েছে কৃত্রিম প্রজনন সেবা প্রদান ও ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প। রবিবার ৩০‌ নভেম্বার সকাল থেকে দিনব্যাপী এই ক্যাম্পে এলাকার প্রান্তিক খামারি ও পশুপালকদের মধ্যে ব্যাপক সাড়া দেখা যায়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির, ভেটেরিনারি সার্জন ডা: আবু সাঈদ সুমন, এবং প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: পপি রানী রায়।

 

উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা চঞ্চল কুমার মন্ডল, আমজাদ হোসেন, মোফিজুল ইসলাম, বৃন্দাবন, আশরাফুল আলম, লিটন ঢালী ও জুবায়ের সহ প্রানীসম্পদ দপ্তরের টেকনিক্যাল স্টাফবৃন্দ।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, প্রান্তিক খামারি ও বিভিন্ন প্রাণিসম্পদ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। তারা সারাদিন মাঠ পর্যায়ে খামারিদের সাথে থেকে বিভিন্ন সেবা কার্যক্রম তদারকি করেন।

 

ক্যাম্পে আসা খামারিদের গবাদিপশুর তাৎক্ষণিক রোগ নির্ণয় করে চিকিৎসা প্রদান করেন ভেটেরিনারি সার্জন ডা: আবু সাঈদ সুমন। তিনি খামারিদের গবাদিপশুর সাধারণ রোগ, লাম্পি স্কিন ডিজিজসহ বিভিন্ন সংক্রামক রোগ সম্পর্কে সচেতন করেন এবং দ্রুত রোগ শনাক্তকরণ ও চিকিৎসার গুরুত্ব তুলে ধরেন। খামারিদের সঠিক সময়ে পশুর চিকিৎসা ও ব্যবস্থাপনা গ্রহণে উৎসাহিত করেন তিনি।

এদিন গবাদিপশুর কৃত্রিম প্রজনন (AI) সেবা প্রদান করা হয়। উপজেলার বিভিন্ন এলাকার খামারিরা তাদের গাভী নিয়ে এসে বিনামূল্যে এই সেবা গ্রহণ করেন। কৃত্রিম প্রজননের মাধ্যমে রোগমুক্ত, উন্নত জাতের বাছুর জন্ম দেওয়া সম্ভব—যা দুধ ও মাংস উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জ মোঃ আশরাফুল কবির বলেন, “দেশীয় জাতের উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমেই প্রাণিসম্পদ খাতকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। কৃত্রিম প্রজনন প্রযুক্তি গ্রামীণ খামারিদের উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা মাঠ পর্যায়ে আরও দ্রুত এবং মানসম্মত সেবা পৌঁছে দিতে কাজ করছি।”

 

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫-এর প্রতিপাদ্য—“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদের হবে উন্নতি”এই লক্ষ্য বাস্তবায়নে সারাদেশের মতো ডুমুরিয়াতেও প্রাণিসম্পদ দপ্তর বিভিন্ন সেবা, সচেতনতা কার্যক্রম এবং মাঠপর্যায়ের উদ্যোগ গ্রহণ করছে।

 

দিনব্যাপী এই ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প ও কৃত্রিম প্রজনন কার্যক্রমে স্থানীয় খামারিদের মধ্যে ব্যাপক উৎসাহ ও সন্তুষ্টি দেখা যায়। স্থানীয়রা জানান, এ ধরনের সেবা ভবিষ্যতেও নিয়মিত হলে তারা আরও উপকৃত হবেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com