সাতক্ষীরার তালায় সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও কার্যকর করণীয় বিষয়ে উপজেলা প্রশাসন ও নাগরিক সমাজের সাথে সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকালে তালা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের হলরুমে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সভায় ন্যাশনাল অ্যাডভান্সমেন্ট ফর গভর্নেন্স অ্যান্ড রাইটস ইনিশিয়েটিভস ইন কমিউনিটিজ” প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে ধারণা দেন উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উপদেষ্টা দিলিপ দাস।
উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি স্বরস্বতী দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
প্রোগ্রাম অফিসার মনিশংকর হালদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক অধিদপ্তরের আলেয়া খাতুন, সাংবাদিক বিএম জুলফিকার রায়হান ও সেলিম হায়দার প্রমুখ।
এ সময় বক্তারা প্রান্তিক জনগোষ্ঠীর সুপেয় পানি সংকট, বাল্যবিবাহের ঝুঁকি এবং বিভিন্ন ভাতা কাট ছাঁটের সমস্যা তুলে ধরে এসব ভাতা যাতে সহজে ও স্বচ্ছভাবে পাওয়া যায় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
https://www.kaabait.com