• বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১১:১৪
সর্বশেষ :
ডুমুরিয়ায় এবার দাবি আদায়ে কর্মবিরতিতে পরিবার পরিকল্পনার কর্মচারীরা দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা আহাদ আলীর রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন আশাশুনিতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন আশাশুনিতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমুকে ফুলেল শুভেচ্ছা খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী শিকদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন! হিন্দুধর্মাবলম্বীদের আমরা সংখ্যালঘু বলতে চাই না, সবাই সমান অধিকার ভোগ করবে: অধ্যক্ষ ইজ্জত উল্লাহ সঙ্কটময় পরিস্থিতি সমাধানের পর তফসিল দিন: নাহিদ দেবহাটায় ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নে কর্মবিরতি পালন

ডুমুরিয়ায় এবার দাবি আদায়ে কর্মবিরতিতে পরিবার পরিকল্পনার কর্মচারীরা

শেখ মাহাতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা / ১৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

খুলনার ডুমুরিয়ায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীদের নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মচারীরা।

 

পরিবার কল্যাণ,প্রদর্শিকা সমিতি, পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতি, পরিবার কল্যাণ সহকারী সমিতির আয়োজনে
মঙ্গলবার সকাল থেকে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়।

 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিনে ডুমুরিয়া উপজেলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরে কর্মরত কর্মচারীরা অংশ নেয়। এতে করে মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনা সেবা, প্রাথমিক স্বাস্থ্য সেবা, মা ও শিশু ‌‌স্বাস্হ্য সেবা ব্যাহত হচ্ছে। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি খুলনা‌ জেলা ‌সাধারণ সম্পাদক মিলন খান,ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি ‌মোঃ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক রাজিব মন্ডল,‌সহ সভাপতি ‌অমিও‌ তরফদার, প্রল্লাদ মন্ডল,‌ পরিবার কল্যান পরিদর্শিকা চিত্রা সরকার, পরিবার কল্যান সহকারী সিলভা খানম, পরিবার পরিকল্পনা পরিদর্শক খান‌জাহান আলীসহ আরও অনেকে।

 

উল্লেখ্য বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মচারী-কর্মকর্তারা নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছেন।

 

​প্রধানত যে কারণগুলো আন্দোলনে প্রভাব ফেলছে, সেগুলো হলো: দীর্ঘদিনের বঞ্চনা: পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠকর্মীরা দীর্ঘ ২৬ বছর ধরে নিয়োগ বিধি থেকে বঞ্চিত বলে দাবি করছেন। পদোন্নতির অভাব: নিয়োগ বিধি না থাকায় কর্মচারীরা একই পদে চাকরি শুরু করে সেই পদেই অবসর নিতে বাধ্য হচ্ছেন। এতে তাদের পদোন্নতি এবং গ্রেড পরিবর্তনের সুযোগ হচ্ছে না, যা অন্যান্য রাজস্ব খাতভুক্ত কর্মচারীদের থেকে তাদের বঞ্চিত করছে। সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য: পদোন্নতি না পাওয়ায় তারা সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হওয়ার এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ করছেন। দাবি: তাদের মূল ও একমাত্র দাবি হলো প্রস্তাবিত নিয়োগবিধি-২০২৪ দ্রুত চূড়ান্তভাবে বাস্তবায়ন করা।
​আন্দোলনের অংশ হিসেবে পরিবার কল্যাণ পরিদর্শক (FPI), পরিবার কল্যাণ সহকারী (FWA) এবং পরিবার কল্যাণ পরিদর্শিকারা (FWV) বিভিন্ন এলাকায় কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করছেন। অনেক স্থানেই তারা ১১ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এবং তাদের দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন। এমনকি তারা আসন্ন পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জনেরও ঘোষণা দিয়েছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com