• সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৫
সর্বশেষ :
দেবহাটায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালনে প্রস্তুতি সভা শ্যামনগর উপজেলা যুবদলের আহবায়ক স্বপদে পুনর্বহল খুলনায় ৯ বছরের শিশুকে ধ র্ষণের চেষ্টাকারীকে মারধোর করে পুলিশে সোপর্দ ককটেল বোমা ও অস্ত্রসহ বিস্ফোরক মামলার আসামি মুরাদকে গ্রেফতার করেছে র‍্যাব আশাশুনিতে ৭ ডিসেম্বর আশাশুনি মুক্ত দিবস পালন দেবহাটায় জলবায়ু সচেতনতায় স্টেকহোল্ডারগনের সাথে কর্মশালা নারায়ণগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীর আপত্তিকর ছবি ফেসবুকে : বিভিন্ন মহলের ক্ষোভ খুবি উপকেন্দ্রে ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত আশাশুনির বড়দলে রবিউল বাশারের গণসংযোগ

ককটেল বোমা ও অস্ত্রসহ বিস্ফোরক মামলার আসামি মুরাদকে গ্রেফতার করেছে র‍্যাব

ডুমুরিয়া প্রতিনিধি / ২১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

খুলনা র‌্যা‌বের সি‌পি‌সি যশোরে ক‌্যাম্প ককটেল বোমা ও দেশীয় অস্ত্রসহ মুরাদ (২২) নামে বিস্ফোরক আইনের মামলাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

 

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব জানায়, শনিবার (৬ ডিসেম্বর ) দুপুরে র‌্যাব-৬,সিপিসি-৩ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতয়ালী মডেল থানার চাঁচড়া মাছের পোনা বিক্রয় কেন্দ্র এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

 

র‌্যাব জানায়, দুপুর ১২টা ১০ মিনিটে পরিচালিত অভিযানে গ্রেফতারের সময় মুরাদের নিকট থেকে একটি টিপ ছুরি ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

 

পরে জিজ্ঞাসাবাদে সে জানায়, রেলগেট সংলগ্ন চোরমারা মাঠে তার হেফাজতে আরও ককটেল বোমা ও দেশীয় অস্ত্র রাখা আছে।

 

তার স্বীকারোক্তি অনুযায়ী একই দিন বিকেল ৩টা ৩০ মিনিটে র‌্যাব সদস্যরা উক্ত স্থানে অভিযান চালিয়ে ঘাসজঙ্গলের ভেতর লুকিয়ে রাখা ২টি ককটেল বোমা, ৩টি হাসুয়া, ১টি কুড়াল ও ১টি লোহার রড উদ্ধার করেন।

 

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত মুরাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে দায়ের করা দুটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

 

পরবর্তীতে উদ্ধার করা আলামতসহ তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং সংশ্লিষ্ট ধারায় নতুন মামলাও দায়ের করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com