• বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৫:০০
সর্বশেষ :
বিএনপির ৫৯ বিদ্রোহী প্রার্থীকে একসঙ্গে বহিষ্কার বিধবাকে কু*পিয়ে হ*ত্যা, রান্নাঘর থেকে মর*দেহ উদ্ধার পাইকগাছায় অবৈধ ইটভাটা–কয়লার চুল্লি উচ্ছেদ নেটিজেনদের প্রশংসায় ভাসছে প্রশাসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সাতক্ষীরা-১ আসনে পাঁচ প্রার্থীর প্রতীক বরাদ্দ সম্পন্ন শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান আব্দুস সালামকে ক্রেস্ট উপহার দিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলমগীর কবির তালায় লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত তালার হাজরাকাটিতে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পেট্রোল ওজনে কম দেওয়ায় ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা দেবহাটায় গনভোট ও বাল্য বিবাহ নিরোধ সম্পর্কে অবহিত করতে মহিলা সমাবেশ শ্যামনগরে বাঘ বিধবাকে হ*ত্যার উদ্দেশ্যে ধা*রালো দা দিয়ে কু*পিয়ে গুরুতর জ*খম

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ৯

প্রতিনিধি: / ২৮৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক: লেবাননের দক্ষিণাঞ্চলের একাধিক স্থানে ইসরায়েলি বাহিনীর হামলায় ৯ বেসামরিক নিহত হয়েছেন। তাদের মধ্যে চার জনই শিশু। বুধবার (১৪ ফেব্রয়ারি) সকালে এসব হামলা করা হয়েছে। একটি হাসপাতালের ডিরেক্টর ও তিন লেবানিজ নিরাপত্তা সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর করা রকেট হামলার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে। ওই হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হন। দুই নিরাপত্তাকর্মী জানিয়েছে, আল-সাভানা গ্রামে ইসরায়েলি হামলা এক নারী ও তার দুই শিশু সন্তান নিহত হয়েছে। আর নাবাতিয়েহ শহরের একটি ভবনে হামলায় ঘটনায় আরও ৬ বাসিন্দা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু, তিন নারী ও একজন পুরুষ রয়েছে। শহরটির হাসপাতালের ডিরেকটর হাসান ওয়াজনি ও তিন নিরাপত্তা সূত্র এই তথ্য জানিয়েছে। রয়টার্সকে ওয়াজনি বলছিলেন, এই হামলায় আরও ৭ জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। হিজবুল্লাহ ও নিরাপত্তা সূত্রের মতে, অপর একটি হামলায় ৪ হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছে। হিজবুল্লাহর এক্সিকিউটিভ কাউন্সিলের প্রধান বলেছেন, বুধবার লেবাননে করা ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে। প্রায় চার মাসেরও বেশি সময় ধরে লেবানন সীমান্তে গুলি বিনিময় করছে হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে উভয় পক্ষের মধ্যে নিয়মিত সংঘর্ষের ঘটনা ঘটছে। লেবানন সীমান্তে উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় এখন পর্যন্ত ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৭০ জনই হিজবুল্লাহ যোদ্ধা, প্রায় এক ডজন ইসরায়েলি যোদ্ধা এবং ৫ বেসামরিক ইসরায়েলি রয়েছেন। এই সংঘাতের কারণে উভয় দেশের সীমান্তবর্তী এলাকাগুলোর লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com