• শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪৭
সর্বশেষ :
তালায় সাবেক ইউনিয়ন ভূমি অফিসের নায়েব আব্দুল জলিলের মৃত্যু ধুলিহর সুপারীঘাটায় তালিমুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন ঢাকা ৮ আসনে লড়তে চান শহীদ হাদির বোন মাসুমা ছাত্রশিবিরের নতুন কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ওসমান হাদি হত্যা : জবানবন্দি দিলেন প্রধান প্রত্যক্ষদর্শী রিকশাচালক তারেক রহমানের সমাবেশ ঘিরে এ আই ছবির ছড়াছড়ি ব্রক্ষ্মরাজপুর পুলিশ ফাড়িতে হামলা মামলায় ৩জন গ্রেপ্তার জাতীয় দলে ফেরার সুযোগ পাচ্ছেন সাকিব ! আশাশুনির তালবেড়িয়ায় আদালতের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ দেবহাটায় ফেয়ার মিশনের উদ্যোগে ৩দিনব্যাপী বই মেলার উদ্বোধন করলেন ইউএনও

ধুলিহর সুপারীঘাটায় তালিমুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন

জিএম আমিনুল হক / ৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের সুপারীঘাটায় তা’লিমুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

 

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে ধুলিহর সুপারীঘাটা ব্রিজ সংলগ্ন স্থানে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মুফতি আরিফ বিল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জমিদাতা ও সাংবাদিক এম.এম জয়নাল।

 

আরো পড়ুন : ব্রক্ষ্মরাজপুর পুলিশ ফাড়িতে হামলা মামলায় ৩জন গ্রেপ্তার

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আনিসুর রহমান, বি.ডি.এফ প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব শাহাদাত হোসেন বাবু, সাধারণ সম্পাদক আরশাদ আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক জি.এম আমিনুল হক, মোছাদ্দেক হোসেন মোল্লা, রেজাউল সরদার, ফজলুল করিম, ব্রহ্মরাজপুর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মোজাম্মেল হক, মাওলানা মনিরুজ্জামান শাহিন, আব্দুর জলিলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিশুদের নৈতিক ও চরিত্র গঠনে ইসলামী শিক্ষার গুরুত্ব অপরিসীম। একটি সুন্দর, আদর্শ ও মানবিক সমাজ গঠনে কুরআন ও সুন্নাহভিত্তিক শিক্ষার কোনো বিকল্প নেই। এই মাদ্রাসা ভবিষ্যতে দ্বীনি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাদ্রাসা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন ও কার্যক্রম এগিয়ে নিতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com