• বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০২:১৩
সর্বশেষ :
বাংলাদেশ লেখক সম্মেলন স্থগিত, খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ ডি বি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ দলীয় সিদ্ধান্ত না মানায় রুমিন ফারহানা ব*হি*ষ্কার যে পথে খালেদা জিয়ার মরদেহ সংসদ ভবনে যাবে শ্যামনগরে আন্ত:বিভাগীয় অজ্ঞান পার্টির হোতা স্প্রে বাবু সহযোগীসহ গ্রেফতার শ্যামনগরে ব্লু কার্বন প্রকল্পের লার্নিং ও সভা অনুষ্ঠিত খালেদা জিয়াকে দাফনের পরিকল্পনার কথা জানালেন সালাউদ্দিন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই সাতক্ষীরায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার সাতক্ষীরা পৌরসভায় জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ কার্যক্রম অনুষ্ঠিত

ডি বি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

জিএম আমিনুল হক / ১৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

সাতক্ষীরায় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের নির্বাচনী ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং কৃতি-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ডি.বি ইউনাইটেড হাইস্কুলের আয়োজনে বিদ্যালয়ের মুহাম্মাদ হোসেন মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান মুকুলের সভাপতিত্বে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সাবেক সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“পরীক্ষায় ভালো ফলাফল মানেই সফলতা এবং ভালো জীবন।

 

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিটি কলেজের ইসলামী ইতিহাস বিভাগীয় প্রধান প্রভাষক শেখ আব্দুল ওয়াদুদ, এনবিবিকে আল মদিনা দাখিল মাদ্রাসার সভাপতি প্রভাষক আব্দুল ওহাব আজাদ, পিওর ক্রপ্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আবু জাফর মো. সালেহ, ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস প্রমুখ।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জিয়ারুল ইসলাম জিয়া, ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান, শহীদ জিয়া পরিষদের সদর থানার আহবায়ক  নুরুল ইসলাম বাবু, আব্দুল আহাদ, মাজেদ সরদার, বদরুল ইসলাম,জাপা নেতা জাহাঙ্গীর কবীর প্রমুখ।

 

নির্বাচনী ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান, সুকুমার সরকার, আবুল হাসান, আকলিমা খাতুন, রেহেনা পারভীন, জয়দেব বাছাড়, ভবতোষ সরকার, মিলন কবিরাজ, অনিমেষ সরকার, লুৎফুন্নেছা ডালিয়া, রামতনু মল্লিক ও আল-মামুন প্রমুখ।

 

এসময় বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ ও কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। এসময় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন ও বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষক মাওলানা মোঃ মহসীন উদ্দিন। অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক মো. মুকুল হোসেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com