• বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ০২:৩০

শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের শোক জ্ঞাপন

এসএম মিজানুর রহমান, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ১১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কর্তব্যরত সাংবাদিকরা।

 

একই সঙ্গে তাঁর শোক সন্তপ্ত পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।

 

এক যুক্ত বিবৃতিতে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির ও সাধারণ সম্পাদক এস, এম, মোস্তফা কামাল বলেন, আপোষহীন বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্য ও নির্ভরতার অন্যতম প্রতীক। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের অবাধ স্বাধীনতা নিশ্চিত, দেশ ও জাতির প্রতি তাঁর অনন্য অবদান চির স্মরণীয় হয়ে থাকবে। মহান রব্বুল আলামিন তাঁকে বেহেশত নসীব করুন। আমীন।

 

উল্লেখ্য যে, বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার ভোর ৬ টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com