• শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০২:০৭
সর্বশেষ :
দেবহাটায় ওসির উদ্যোগে পুলিশ সদস্য সমীর ঘোষের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান স্বামীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন জাতীয় পার্টি নেতা বাপ্পির মা সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের সদস্যদের সঙ্গে শহর ছাত্রশিবিরের মতবিনিময় বেগম খালেদা জিয়ার জানাযা অনুষ্টিত শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের শোক জ্ঞাপন বিনেরপোতা কৃষি গবেষণা ইন্সটিটিউটে ডিউটিরত অবস্থায় নাইট গার্ডের মৃ*ত্যু বাংলাদেশ লেখক সম্মেলন স্থগিত, খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ ডি বি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ দলীয় সিদ্ধান্ত না মানায় রুমিন ফারহানা ব*হি*ষ্কার যে পথে খালেদা জিয়ার মরদেহ সংসদ ভবনে যাবে

সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের সদস্যদের সঙ্গে শহর ছাত্রশিবিরের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি / ১৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
নিউ মার্কেট ক্লাবের সদস্যদের সঙ্গে শহর ছাত্রশিবিরের মতবিনিময়
সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের সদস্যদের সঙ্গে শহর ছাত্রশিবিরের মতবিনিময়

সাতক্ষীরার স্থানীয় ও শীর্ষস্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত অরাজনৈতিক সংগঠন সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাব-এর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখা।

 

 

শুক্রবার (২ জানুয়ারি) রাতে শহরের পিজ্জা মিলান রেস্টুরেন্টের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নিউ মার্কেট ক্লাবের উপদেষ্টা ও ৭১ টিভির সাতক্ষীরা প্রতিনিধি বরুণ ব্যানার্জি। নিউ মার্কেট ক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক আমিনুর রহমানের সঞ্চালনায় এবং সদস্য ইব্রাহিম খলিলের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।

 

 

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কার্যক্রম সংক্ষেপে তুলে ধরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি মুহা. আল মামুন বলেন, ইসলামী ছাত্রশিবির জাতীয় রাজনীতির পাশাপাশি ছাত্ররাজনীতির বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে সংগঠনটি মেধাবৃত্তি প্রদান, ভর্তি সহায়তা, চিকিৎসাসেবা এবং ক্যারিয়ার গঠনে সহায়তাসহ নানা কার্যক্রম পরিচালনা করছে।

 

 

তিনি আরও বলেন, ২০২৪ সালের আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের পাশে সামর্থ্য অনুযায়ী দাঁড়ানোর চেষ্টা করেছে ছাত্রশিবির।

 

 

ছাত্ররাজনীতির সংস্কার প্রসঙ্গে মুহা. আল মামুন বলেন, ইসলামী ছাত্রশিবির সহাবস্থানের ভিত্তিতে রাজনীতি করতে বিশ্বাস করে এবং সকলের জন্য একটি সুষ্ঠু ও সুস্থ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। সাতক্ষীরার সার্বিক উন্নয়নে সাংবাদিক সমাজের সহযোগিতা নিয়ে ভবিষ্যতে গঠনমূলক ভূমিকা রাখতে চায় সংগঠনটি।

 

 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নিউ মার্কেট ক্লাবের সহসভাপতি আকরামুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস. এম. তৌহিদুজ্জামান, কার্যনির্বাহী সদস্য রাহাত রাজা, মো. হোসেন আলী, হাবিবুর রহমান সোহাগ, আলী মুক্তাদা হৃদয়, হাবিবুল হাসান, ইয়ারুল ইসলাম, এমডি রায়হান সিদ্দিকী, মিলন বিশ্বাস, গাজী হাবিব, সরদার আবু সাইদ, কিশোর কুমার, জাহাঙ্গীর সরদার ও সাইদুল বাশার।

 

 

এ ছাড়া বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি মেহেদী হাসান, অফিস সম্পাদক মো. নুরুন্নবী, অর্থ সম্পাদক মো. আরিফ বিল্লাহ, সাহিত্য সম্পাদক আবু সালেহ সাদ্দাম, প্রকাশনা সম্পাদক হাফেজ আনিসুর রহমান, এইচআরডি সম্পাদক মুহা. শারাফাত হুসাইন লিটিল, তথ্য ও মিডিয়া সম্পাদক মো. মাসুদ রানা, দাওয়াহ সম্পাদক আল রাজীব, গবেষণা সম্পাদক মো. আফজাল হোসেন, বিতর্ক সম্পাদক মোর্শেদুল ইসলাম নাঈম, তথ্যপ্রযুক্তি ও প্রচার সম্পাদক মো. ওয়ালীউল্লাহ, স্পোর্টস সম্পাদক হাফেজ এবাদুল ইসলাম, আইন ও মানবাধিকার সম্পাদক মো. আতিক মুজাহিদ, মাদ্রাসা সম্পাদক মো. শাহনেওয়াজ এবং সাতক্ষীরা সরকারি কলেজ শাখার সভাপতি মো. রফিকুল ইসলামসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

 

 

মতবিনিময় শেষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে বাৎসরিক ক্যালেন্ডার, ডায়েরিসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com