• বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ১১:২৫
সর্বশেষ :
না.গঞ্জ সদরে শীতার্ত এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ডিসির কম্বল বিতরণ মনিরামপুরে ব্যবসায়ী রানা প্রতাপ হ*ত্যাকান্ডে বান্ধবী ঝুমুর পুলিশ হেফাজতে সাতক্ষীরার দেবহাটায় তীব্র শীতে ব্যাহত জীবন যাত্রা সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েলের আশাশুনি থানা পরিদর্শন আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে পারে ৬ ডিগ্রি সেলসিয়াসে পৌষের শেষভাগে হিমেল হাওয়ার কনকনে ঠান্ডায় জবুথবু জনজীবন সুন্দরবন থেকে লোকালয়ে আসা হরিণ অবমুক্ত করল বন বিভাগ দেবহাটায় পুলিশের অভিযানে ঢাকা থেকে অপহরণকৃত যুবক উদ্ধার, পিতা–পুত্রসহ গ্রেপ্তার ৩ যশোরে এবার এক যুবককে মাথায় গু*লি করে হ*ত্যা চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, বাড়িতে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত পরিবারের

সাতক্ষীরায় ভেজাল সার, তৈরি সরঞ্জাম জব্দ ও দুইজনকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি / ২০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজার এলাকায় ভেজাল সার, তৈরি সরঞ্জাম ও সরবরাহের অভিযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সার ও কাঁচামাল জব্দ করেছে কৃষি বিভাগ।

 

 

রোববার (৪ জানুয়ারি) বিকাল থেকে রাত পর্যন্ত প্রায় সাড়ে ৪ ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

 

 

ভেজাল সার তৈরির বিষয়টি নিশ্চিত হলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ভেজাল সার তৈরির বিভিন্ন যন্ত্রপাতি, কাঁচামাল ও প্যাকেটজাত সার জব্দ করা হয়। পাশাপাশি ঘটনায় জড়িত
রবিউল ইসলামকে দেড় লক্ষ টাকা জরিমানা অনাদায় দুই মাসের জেল ও আশরাফুল ইসলামকে ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ী এক মাসের জেল জরিমানা করা হয়।

 

 

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ বদরুদ্দোজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং একজন কৃষকের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়। জব্দকৃত সার ও সরঞ্জাম জব্দ তালিকা করে কৃষি অফিসারের জিম্মায় দেওয়া হবে।

 

 

তিনি আরও বলেন, ভেজাল সারের কারণে কৃষক ও কৃষি ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

 

 

সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন জানান, অভিযানে ভেজাল সার তৈরির অভিযোগের সত্যতা পাওয়া গেছে। নামিদামি কোম্পানির নামে প্যাকেটজাত করে এসব সার বাজারে বিক্রি করা হচ্ছিল। কৃষকদের স্বার্থ রক্ষায় কৃষি বিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করবে।

 

এসময় অভিযুক্তরা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com