সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল বিপিএম বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ব্যবসা বন্ধ, ভূমিদস্যু নির্মূলসহ সার্বিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা আজকের বাংলাদেশকে সামনে রেখে আগামীর একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সোমবার বিকাল ৪টায় দেবহাটা থানা পুলিশের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পুলিশ সুপার আরও বলেন, একজন বাংলাদেশি নাগরিক হিসেবে তাঁর ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে তিনি সবার সহযোগিতা প্রত্যাশা করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট সম্পর্কেও সবাইকে সচেতন হতে হবে। কারণ এই গণভোটই আগামীর বাংলাদেশ গঠনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব উল্লেখ করে তিনি রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম রাজু আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার এবং সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) বায়েজিদ ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, সখিপুর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আফছার আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবিদ হাসান তানভির এবং মীর আরিফুল ইসলামসহ অনেকে।
মতবিনিময় সভায় উপজেলার বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
https://www.kaabait.com