প্রতিক বরাদ্দের পর সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের ফুলবাড়ি মাঠে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৪টায় সাতক্ষীরা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের প্রথম নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
ধানদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলম সরদারের সভাপতিত্বে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম।
এছাড়া বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, প্রভাষক মোশাররফ, নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদার, কুমিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজু, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিদুল হক লিটুসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
নির্বাচনী জনসভায় তিনি বলেন, পূর্বে এমপি থাকাকালীন সময়ে তিনি তালা ও কলারোয়া এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে ভূমিকা রেখেছিলেন। আগামীতে তালাকে পৌরসভা হিসেবে উন্নীত করা, পাটকেলঘাটাকে উপজেলা ঘোষণা, তালা বাইপাস সড়ক নির্মাণ, কপোতাক্ষা নদীর ওপর কানাইদিয়া–কপিলমুনি সেতু, মাইকেল মধুসূদন দত্তের যাতায়াতের জন্য সেতু ও একটি আধুনিক খেলার স্টেডিয়াম নির্মাণসহ তালা ও কলারোয়ার সার্বিক উন্নয়ন করা হবে। তিনি বলেন, পাটকেলঘাটা উপজেলা হলে এ অঞ্চলের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
তিনি আরও বলেন, যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সম্পত্তির কোনো ক্ষতি হতে দেওয়া হবে না। পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিএনপির বিশেষ সামাজিক ও অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
https://www.kaabait.com