• বুধবার, ০৮ মে ২০২৪, ১২:৩১
সর্বশেষ :
প্রথম ধাপের উপজেলা নির্বাচনে কেন্দ্র গুলোতে যাচ্ছে সরঞ্জামাদি পিরিয়ড অনেক নারীর জন্যই রীতিমতো আ ত ঙ্কের বিষয় ফিফা’র আমন্ত্রণে রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান দুবাই যাচ্ছেন  নিরপেক্ষতা, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে : পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী দেশ সেরা গরু ডুমুরিয়াতে, দাম হাকিয়েছে ১২লক্ষ টাকা লবণাক্ততার কারণে উপক‚লীয় পাইকগাছা-কয়রার অনাবাদী জমিকে আবাদযোগ্য করা হবেঃ কৃষিমন্ত্রী পাইকগাছায় বিভিন্ন প্রতিষ্ঠান ও সড়কের পাশে মরা গাছ যেন ম র ণ ফাঁদ  তালায় চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলামের জনসভা শ্যামনগরে ক্রয়কৃত ও জাল সনদে চাকরী নেওয়া হাফিজুর সরকারী স্কুলের লাইব্রেরিয়ান থেকে শিক্ষক  ডুমুরিয়ায় ঐতিহ্যবাহী ঢেঁকি আগের মত আর চোখে পড়ে না

সৃজিত মুখোপাধ্যায় ‘পদাতিক’ সিনেমায় চমক নিয়ে আসছে

প্রতিনিধি: / ১০৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: মৃণাল সেনের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে মুক্তি পেতে চলেছে পদাতিক। কালজয়ী পরিচালককে শ্রদ্ধার্ঘ্য জানাতে ছবিটি বানিয়েছেন সৃজিত। চলচ্চিত্রটিতে মৃণালের চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। আর এ ছবিতে সত্যজিতের চরিত্রে থাকছেন জিতু কমল। তবে এই সিনেমার চেয়ে বেশি আলোচিত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের। জানা গেছে, সিনেমাটির মাধ্যমে অভিনব চমক নিয়ে আসতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। নিজের পরের সিনেমা পদাতিক-এ ব্যবহার করতে চলেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি, তা-ও আবার ডাবিংয়ের কাজে।প্রথাগত ডাবিং না করে পদাতিকে সৃজিত ব্যবহার করছেন এআই টুল। ওই টুলে সত্যজিৎ রায়ের কণ্ঠের নমুনা দিয়ে করা হয়েছে এই কাজটি। কয়েকদিন আগেই সংগীত পরিচালক এআর রহমান রজনীকান্তের সিনেমায় ব্যবহার করেছিলেন প্রয়াত গায়ক বাম্বা ব্যাঙ্ক্যা এবং শাহুল হামিদের কণ্ঠ। এবার সত্যজিতের গলা ফিরিয়ে আনার উদ্যোগ নিলেন সৃজিত। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে পদাতিক সিনেমার একটি ক্লিপিংস। এতে দেখা যায়, মৃণাল সেনরূপী চঞ্চল চৌধুরী ও সত্যজিৎ রায়রূপী জিতু কমল কথোপকথনে ব্যস্ত। একটি বিশেষ ছবির বিষয় আলোচনা করছেন তারা। প্রসঙ্গত, পদাতিকে মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করবেন মনামী ঘোষ। পরিচালকের ছেলে কুণাল সেনের চরিত্রে দেখা যাবে স¤্রাট চক্রবর্তীকে। এছাড়াও যুবক মৃণালের চরিত্রে দেখা যাবে কোরক সামন্তকে ৷


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com