• শুক্রবার, ০৯ মে ২০২৫, ০২:৩৭
সর্বশেষ :
ডুমুরিয়ায় তিন বছরের শিশু ধ র্ষ ণের অভিযোগে ধ র্ষ ক আটক কালিগঞ্জের কালিকাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সাতক্ষীরার ২০৩ কিমি সীমান্তে বিজিবির টহল জোরদার, সহায়তায় প্রস্তুত এলাকাবাসী কৃষ্ণনগরে চোর-চক্রের হানা, স্বর্ণালঙ্কারসহ অর্ধ কোটি টাকার সম্পদ লুট শ্যামনগরে স্থানীয় সাংবাদিকদের জলবায়ু বিষয়ক প্রশিক্ষন শ্যামনগরে সরকারি জায়গা দখলের হিড়িক, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কালিগঞ্জের বিষ্ণুপুরে শত্রুতার জেরে বৃক্ষ নিধন করেছে দূ র্বৃ ত্তরা শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন সাংবাদিককে কারাদন্ড দেওয়া সেই ইউএনওকে অবশেষে রংপুরে বদলী বিলের ভিতর কালভার্টের নিচে পড়ে ছিল দিনমজুর নারীর লা শ

পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদী

প্রতিনিধি: / ১৭৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১ মার্চ, ২০২৪

বিদেশ : ভারতের লোকসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে চলতি বছরের এপ্রিলে। সেই নির্বাচন সামনে রেখে পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল ময়দানে নেমে পড়েছে। এবার এর মধ্যেই দুই দিনের পশ্চিমবঙ্গ সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার থেকেই শুরু হচ্ছে তার সফর। জানা গেছে, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি একাধিক সরকারি প্রকল্প উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ, নদীয়া জেলার কৃষ্ণনগরে সভা করার কথা রয়েছে তার। এই জনসভার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দেবে ভারতীয় জনতা পার্টি (বিজেপি), তা আর বলার অপেক্ষা রাখে না। তবে এই সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী বার্তা দেন, সেদিকে নজর রয়েছে সবার। জানা গেছে, লোকসভা নির্বাচন কেন্দ্র করে সারাদেশে মোট ১৪টি জনসভা করার কথা আছে নরেন্দ্র মোদীর। তার মধ্যে শুক্রবার পশ্চিমবঙ্গের আরামবাগের জনসভা দিয়ে তা শুরু করবেন তিনি। গতকাল শুক্রবার দুপুর ২টা ৫০ মিনিটের দিকে ঝাড়খÐ থেকে হেলিকপ্টারে করে আরামবাগে আসবেন ভারতীয় প্রধানমন্ত্রী। সেখানে বিভিন্ন সরকারি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনের পর আরামবাগের কালিপুর মাঠে জনসভা করবেন মোদী। জনসভা শেষে বিকেল ৫টায় কলকাতায় পৌঁছাবেন তিনি। এই সফরে কলকাতায় থাকবেন নরেন্দ্র মোদী। গতকাল শুক্রবার রাত্রি যাপন করার কথা রয়েছে কলকাতার রাজভবনে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠকও করবেন তিনি। জানা গেছে, আজ শনিবার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ মাঠে জনসভা করবেন মোদী। সেখানে সরকারি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। কৃষ্ণনগরের সভা শেষ করে পানাগড় এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি ভারতীয় প্রধানমন্ত্রী। সেখান থেকে দুপুর ২টার দিকে তিনি যাবেন পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য বিহারে। রাজ্যে প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, একটু অপেক্ষা করুন ও তৈরি থাকুন। ঐতিহাসিক দৃশ্য দেখতে পাবেন। আরামবাগের সভায় অভ‚তপূর্ব দৃশ্য দেখবেন। সুকান্ত মজুমদার আরও বলেন, গত লোকসভা নির্বাচনে অল্পের জন্য আরামবাগ আসনটি হাতছাড়া হয়ে গিয়েছিল। এবার লক্ষাধিক ভোটে জিতে এই কেন্দ্রটি নরেন্দ্র মোদীকে উপহার দেবো। ‘গতকাল শুক্রবার আপনারা দেখবেন ম্যাজিক কাকে বলে। এর নাম নরেন্দ্র ম্যাজিক। আজ শনিবার ২ মার্চ কৃষ্ণনগরের সভা শেষে প্রধানমন্ত্রী বিহারের উদ্দেশ্যে রওনা দেবেন। ৫ মার্চ তিনি আবার পশ্চিমবঙ্গে আসবেন। কলকাতায় রাত্রিযাপন করতে পারেন। ৬ মার্চ বারাসাতে জনসভা করার কথা রয়েছে তার।’


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com