• মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:৫৯
সর্বশেষ :
দেবহাটায় ইউএনওর অভিযানে ক্যেমিক্যাল মিশানো ৭০ ক্যারেট আম জব্দ ডুমুরিয়ায় নিরাপদ সবজি চাষে কৃষকরা দেখছেন সম্ভাবনাময় ভবিষ্যৎ দেবহাটায় আওয়ামীলীগে সংশ্লিষ্টতার অভিযোগে ৫ইউপি সদস্যসহ ১ ছাত্রলীগনেতা আ ট ক ৭৮জন বাংলাদেশিকে কোস্টগার্ড’র কাছে হস্তান্তর করেছে বন বিভাগ দেবহাটায় তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ মানুষ ডুমুরিয়ার নিম্নআয়ের মানুষের জীবনে গরমের তীব্রতায় নেমেছে ভোগান্তি দেবহাটায় ইউএনওর অভিযানে ক্যামিক্যাল মিশানো ৫০ ক্যারেট আম জব্দ শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশের দায়ে ৫জনকে জ রি মা না দেবহাটায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ১৬ ও ১৭ মে সমাবেশ সফলে প্রস্তুতি সভা দেবহাটায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের সমাপনী ও পুরষ্কার বিতরন

বাংলাদেশে চাকরি না পাওয়া আর্চার যুক্তরাষ্ট্রে গ্রিনকার্ড পেলেন

প্রতিনিধি: / ১৫৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

স্পোর্টস: দেশের ক্রীড়াঙ্গনে যে দুরবস্থা তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আর্চার রোমান সানা। পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। এবার দেশে আর্চারি খেলে কোনও চাকরি না পেয়ে যুক্তরাষ্ট্রে থিতু হয়েছেন আরেক আর্চার অসীম কুমার দাস! গ্রিনকার্ড পেয়ে সেখানেই ভাগ্যের কাছে নিজেকে সঁপে দিয়েছেন তিনি। অথচ নেপালে এসএ গেমসে সোনা জিতেছিলেন এই আর্চার। এই পদক জিতে দেশের সুনাম বয়ে আনলেও ভাগ্য বিড়ম্বিতই থাকলেন। কম্পাউন্ডে বিভাগেও রয়েছে আরও পদক। সেই অসীম দেশে হন্যে হয়ে চাকরি না পেয়ে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। অসীম ২০২৩ সালের জানুয়ারি মাসে খেলা ছেড়ে চলে যান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। শনিবার ওই দেশে থাকার আনুষ্ঠানিক অনুমতিও মিলেছে। প্রায় এক বছরের মাথায় যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেয়ে দারুণ উচ্ছ¡সিত অসীম। নিউইয়র্ক থেকে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমি এখন খুশি ভাই। ভাগ্য অন্বেষণে এসে এখানে গ্রিনকার্ড পেয়েছি। এখন আমার কোনও চিন্তা নেই। যখন মনে চাইবে দেশে আসতে পারবো। জীবনটা এরই মাধ্যমে গড়ে উঠবে বলে মনে হচ্ছে।’ নিউইয়র্কে কুরিয়ার সার্ভিসে চাকরি করছেন অসীম। বাংলাদেশ জাতীয় দলের সাবেক আর্চার খেলাটা ছেড়েই দিয়েছেন। তাই আর্চারি নিয়ে আফসোস আছে তার হৃদয়ে, ‘কী করবো আমি তো খেলতে চেয়েছিলাম। হন্যে হয়ে চাকরি খুঁজেও পাইনি। জীবন তো আগে চালাতে হবে। পরিবারকে দেখতে হবে। আর্চারি খেলে তো জীবনধারণ করা বেশ কঠিন। এক রোমান সানার দিকে দেখুন। তার কী অবস্থা।’ কুড়িগ্রামের অস্বচ্ছল কৃষক পরিবার থেকে উঠে আসা খেলোয়াড় অসীম ২০২১ সালের নভেম্বরে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। ওই সুবাদে তার পাসপোর্টে ৫ বছরের ভিসা ছিল। পরবর্তীতে সেখানে যাওয়ার সুযোগটাও মিলে যায়। তবে সামনের দিকে সুযোগ পেলে আর্চারি নিয়ে কাজ করার আগ্রহটা জানিয়ে রেখেছেন অসীম, ‘নিউইয়র্কে আর্চারি নিয়ে কাজ করার সুযোগ কম। অন্য প্রদেশে আছে। যদি সুযোগ পাই তাহলে আর্চারি নিয়ে কাজ করবো। সেটা খেলোয়াড় কিংবা কোচ হয়ে। আর্চারি আমার রক্তে মিশে আছে। সেটা ভুলি কী করে।’ এরপরই আর্জি জানিয়ে রেখেছেন এভাবে, ‘দেশের অবহেলিত খেলোয়াড়দের দিকে আসলে দৃষ্টি দেওয়া উচিত। যারা দেশের হয়ে আন্তর্জাতিকভাবে পদক নিয়ে আসছে। তাদের আলাদা করে মূল্যায়ন করা উচিত। যেন তারা দেশে ঠিকভাবে খেলে জীবন-সংসার চালাতে পারে। তাদের কাউকে যেন আমার মতো বিদেশ বিভ্ূঁইয়ে যেতে না হয়।’


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com