• বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৩:২৫
সর্বশেষ :
বিএনপির ৫৯ বিদ্রোহী প্রার্থীকে একসঙ্গে বহিষ্কার বিধবাকে কু*পিয়ে হ*ত্যা, রান্নাঘর থেকে মর*দেহ উদ্ধার পাইকগাছায় অবৈধ ইটভাটা–কয়লার চুল্লি উচ্ছেদ নেটিজেনদের প্রশংসায় ভাসছে প্রশাসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সাতক্ষীরা-১ আসনে পাঁচ প্রার্থীর প্রতীক বরাদ্দ সম্পন্ন শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান আব্দুস সালামকে ক্রেস্ট উপহার দিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলমগীর কবির তালায় লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত তালার হাজরাকাটিতে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পেট্রোল ওজনে কম দেওয়ায় ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা দেবহাটায় গনভোট ও বাল্য বিবাহ নিরোধ সম্পর্কে অবহিত করতে মহিলা সমাবেশ শ্যামনগরে বাঘ বিধবাকে হ*ত্যার উদ্দেশ্যে ধা*রালো দা দিয়ে কু*পিয়ে গুরুতর জ*খম

রমজানে গাজায় নৃশংস অপরাধ বন্ধে সৌদি বাদশাহর আহবান

প্রতিনিধি: / ২২০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪

বিদেশ : গাজায় নৃশংস অপরাধ বন্ধ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। রবিবার রমজান উপলক্ষে দেয়া এক বিশেষ বার্তায় এ আহবান জানান বাদশাহ। ফ্রান্সের বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। বার্তায় ৮৮ বছয বয়সী বাদশাহ বলেন, এ বছর রমজান এসেছে এমন এক সময়ে যখন ফিলিস্তিনে আমাদের ভাইয়েরা হামলার শিকার হচ্ছেন। বিষয়টিকে অত্যন্ত বেদনাদায়ক বলে উল্লেখ করেন তিনি। বাদশাহর লিখিত বক্তব্যটি পাঠ করেন তথ্যমন্ত্রী সালমান আল-দোসারি। বার্তায়, গাজায় নিরাপদে মানবিক ত্রাণ সহায়তার ব্যবস্থা করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিজেদের দায়িত্ব পালনের আহবান জানান বাদশাহ। ইসরায়েলের নাম উল্লেখ না করেই ওই বক্তব্যটি দেন তিনি। ইসলামের দুটি পবিত্র স্থানের রক্ষক হিসাবে, সৌদি আরবের সৌভাগ্যের জন্য সবাইকে ধন্যবাদ জানান বাদশাহ। তবে অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দারা এমন এক সময়ে রোজার প্রস্তুতি নিচ্ছেন, যখন তাদের ওপর নির্বিচারে হামলা হচ্ছে বলে দুঃখ প্রকাশ করেন বাদশাহ। এমনিতেই অনাহারে কাটাচ্ছে গাজাবাসী। তার ওপর রমজান তাদের জন্য আরো ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে, যা এই অঞ্চলে বিরূপ প্রভাব ফেলতে পারে বলেও জানান তিনি। গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, ৭ অক্টোবর থেকে উপত্যকাটিতে অনাহারে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। গাজায় পাঁচ মাসের বেশি সময় ধরে চলছে ইসরায়েলের হামলা। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের হামলায় সেখানে অন্তত ৩১ হাজার ৪৫ জন নিহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকে। আহত হয়েছে অন্তত ৭২ হাজার ৬৫৪ জন। আর হামাসের হামলায় এক হাজার ১৩৯ ইসরায়েলি নিহত হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com