• বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০২:২৫
সর্বশেষ :
সাতক্ষীরা-০৩ আসনে ডাঃ শহিদুল আলম কে মনোনয়ন না দেওয়ায় বি’ক্ষো’ভ মিছিল বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত সাতক্ষীরায় মেয়েদের খেলার জাদুতে জেগে উঠছে নতুন সমাজচেতনা কালিগঞ্জে ধানের শীষের সমাবেশে জনতার ঢল নগরঘাটায় তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা’ উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে চাল বিতরণ শ্যামনগরে দিলীপ গং ও রঘুনাথের রোসানাল থেকে বাচতে দিনমজুরের মানববন্ধন ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের নতুন রাস্তা আঞ্চলিক অফিসে নেতা-কর্মিদের সাথে মতবিনিময় আশাশুনিতে পুলিশ সদস্যের বি’রু’দ্ধে দু’র্নী’তির অ’ভি’যোগ দেবহাটায় সাবেক ছাত্রদল নেতাদের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে প্রস্তুতি সভা

নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত রাচীন রবীন্দ্র

প্রতিনিধি: / ১৮৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

স্পোর্টস: গেল বছর ভারতের মাটিতে বিশ্বকাপে মোট দশ ম্যাচ খেলে ৬৪ গড়ে করেন ৫৭৭ রান। যার মধ্যে তিনটি সেঞ্চুরি এবং দুইটি হাফ সেঞ্চুরি ছিল। এমন পারফরম্যান্সের পর ভারত বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার। সেই ধারাবাহিকতায় ধরে রেখে নিউজিল্যান্ডের ২০২৩ সালে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হন ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটার। গত বুধবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দেশটির বর্ষসেরা পুরস্কার স্যার রিচার্ড হ্যাডলি মেডেল জিতেছেন রাচীন রবীন্দ্র। সেই সঙ্গে এদিন অন্যরকম এক রেকর্ডও গড়েন এই কিউই তারকা। কেননা নিউজিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জেতেন রবীন্দ্র। গেল বছর ২৫টি ওয়ানডে ম্যাচ খেলে ২১ ইনিংসে ব্যাট করে ৪১ গড়ে করেন ৮২০ রান। যার মধ্যে তিনটি করে সেঞ্চুরি এবং হাফ সেঞ্চুরি ছিল। এছাড়াও বল হাতে শিকার করেন ১৮ উইকেট। অন্যদিকে এদিন নিউজিল্যান্ডে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার ওঠে কেন উইলিয়ামসনের হাতে। গেল বছর ইনজুরির কারণে বেশির ভাগ সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে এই কিউই অধিনায়ককে। ২০২৩ সালে মাত্র ছয়টি সাদা পোশাকের ম্যাচ খেলেন তিনি। সেখানে ৫৬ গড়ে করেন ৬১৯ রান। যার মধ্যে ছিল ৩টি সেঞ্চুরি এবং একটি ডাবল সেঞ্চুরি। সেই সঙ্গে গেল বছর ভারত বিশ্বকাপে মাত্র চার ম্যাচ খেলে ২৫৬ রান করেন। যার ফলে বিশ্বকাপের নিউজিল্যান্ড দলের ফাস্ট ক্লাস ব্যাটারের পুরস্কারও ওঠেন এই ক্রিকেটারের হাতে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com