• মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:৩৩
সর্বশেষ :
সাতক্ষীরায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার সাতক্ষীরা পৌরসভায় জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ কার্যক্রম অনুষ্ঠিত তালায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে সচেতনতা সভা দেবহাটায় ফেয়ার মিশনের উদ্যোগে ৩দিনব্যাপী বই মেলার সমাপনী উত্তরণের উদ্যোগে ফরিদপুরে স্থানীয় রেজিলিয়েন্স এজেন্টদের তিনদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপি মনোনিত এ্যাড নিতাই রায় চৌধুরী শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের বার্ষিক বনভোজন ব্রক্ষ্মরাজপুর পুলিশ ফাড়িতে হামলা মামলায় আরও ১জন গ্রেপ্তার পরকীয়া প্রেমের জেরে সাতক্ষীরার গোয়ালপোতায় যুবককে নি*র্যা*তন করার অভিযোগ নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : আইজিপি

অত্যাধুনিক সেবা দিতে রোস্তম মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ৩৩৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৮ মে, ২০২৪

মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের ধোয়াইল বাজারে রোস্তম মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। ডাঃ মোঃ বাবুল আহমেদের পরিচালনায় অত্যাধুনিক যন্ত্রপাতির সাহাষ্যে কম খরচে সঠিক সেবার লক্ষ্যে শনিবার (১৮ মে) দুপুরে রোস্তম মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু হয়।

 

রোস্তম মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে কম খরচে রয়েছে- আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, এক্স-রেসহ সকল প্রকার প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরিক্ষা এবং নেবুলাইজার ও অক্সিজেন দেওয়া হয়। শীতাতাপ নিয়ন্ত্রিত এই প্রতিষ্ঠানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন, ডায়াবেটিস, চর্ম ও শিশু চিকিৎসক ডাঃ রিফাত আল হাসান প্রতি শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত রুগী দেখবেন। এছাড়াও সর্বক্ষণ অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রোগীদের সকল প্রকার সেবা প্রদান করা হয়ে থাকে।

 

পরিচালক মোঃ বাবুল আহমেদের সঞ্চালনায় রোস্তম মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় ডাঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক বুলবুল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা তেলাম হোসেন, প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, মোঃ অলিয়ার রহমান ও বিশিষ্ট ব্যবসায়ী ফরিদ হোসেন মোল্যা প্রমূখ।

 

রোস্তম মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোঃ বাবুল আহমেদ জানান, গ্রাম্য ডাক্তারি করতে যেয়ে দেখেছি গ্রামাঞ্চলের মানুষ শারীরিক সমস্যায় অনেক কষ্ট পেয়ে থাকেন। একটু বেশী সমস্যা হলেই তাদেরকে ফরিদপুর, মাগুরা বা ঢাকা যেতে হয় চিকিৎসার জন্য। তাই এলাকার মানুষের সেবা করার উদ্দেশ্যে আমার পিতার নামে এই সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করেছি। সকলের সহযোগিতা পেলে আরো বড় প্রতিষ্টানে পরিনত করতে পারব বলে আশা রাখি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com