• বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০১:০৩
সর্বশেষ :
অবশেষে উন্মুক্ত হলো আলোচিত পাইকগাছার নাছিরপুরে খাস খাল আশাশুনিতে উপজেলা মৎস্যজীবী দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় আনন্দ মিছিল আশাশুনিতে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ/আহতদের স্মরণে সভা আশাশুনিতে ভোক্তা অধিকারের অভিযানে সাড়ে ৮হাজার টাকা জরিমানা আশাশুনিতে ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট সভা মাছ কাটার শ্রমিক থেকে উদ্যোক্তা: আঁইশে গড়া সম্ভাবনার গল্প না.গঞ্জ সদরের রাজাপুর ঘাট ইজারা পুনঃ দরপত্র কৃষকদলের আহ্বায়ক ভাসানের উপর হা ম লাকারীর বিচারের দাবীতে মিছিল ও সমাবেশ  শ্যামনগরে বিএনপি নেতার নাম ভাঙিয়ে নদীর চর দখলের চেষ্টা, থানায় জিডি দেবহাটায় কৃষি অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

ইন্দুরকানীতে এলজিইডি প্রকৌশলীকে লাঞ্চিত করার প্রতিবাদে অনির্দিষ্ট কালের কর্মবীরতি

প্রতিনিধি: / ২২০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৭ মার্চ, ২০২৪

ইন্দুরকাী(পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে স্থানীয় সরকার প্রকৌশলী লায়লা মিথনুকে  লাঞ্চিত করার প্রতিবাদে  অনির্দিষ্ট কর্মবিরতী চলছে। ২৫ মার্চ দুপুরে স্থানীয় সরকার প্রকৌশরীর নিজ দপ্তরে এই ঘটনা ঘটে। অভিযোগ সুত্রে জানা যায় উপজেলার পাড়ের হাট ইউপি চেয়ারম্যা ও ঠিকাদার কামরুজ্জামান শাওন তালুকদারের সাথে ঠিকাদারি কাজের মানের বিষয়ে কথাবলার এক পর্যায়ে ঠিকাদার শাওন তালুকদার উত্তেজিত হয়ে প্রকৌশলীলায়লা মিথুনকে লাঞ্চিত ও অসৌজন্য মুলক আচারন করেন এম কি দপ্তরের টেবিলের উপরে চর মারেণ।

তার প্রতিবাদে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারিগন উপজেলা পরিষদের সামনে কর্মবিরতি  চালিয়ে যাচ্ছেন এবং এই বিষয়ের জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রকৌশলীর বরবাবরে লিখিত অভিযোগ পত্র দিযেছেন । তারা জানিয়েছেন এই ঘটনার সুষ্ঠ বিচার না পাওয়া পর্যন্ত বিরতিহীন ভাবে কর্মবিরতী চালিয়ে যাবেন।

এ বিষয়ে অভিযুক্ত ঠিকাদার কামরুজ্জামান শাওন তালুকদারের কাছে জানতে চাইলে তিনি বলেন আমার কাছে উৎকোচ দাবি করায়  একটু কথা কাটাকাটি হয়েছে।

এই বিষয়ে উপজেলা প্রকৌশলী লায়লা মিথুন বলেন ঠিকাদার শাাওন তালুকদার ডিজাইন মত কাজ না করায়  তাকে কাজ করতে নিষেধ করি কিক্তু তিনি নিশেধ  নামেনে কাজ চালিয়ে জান সেই কাজের জন্য কথা বললে সে ক্ষিপ্ত হয়ে এমন অসৌজন্য মুলক আচারন করেন। লায়লা মিথুন আরও বলেন এমনকি তার কাজের সাইডে অফিসের দায়িত্বরত কোন অফিসার গেলে তার সাথে খারাপ আচারণ করেন। আমরা এই ঘটনার দৃষ্টান্ত  মুলক বিচার দাবি করছি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com