ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানীতে বস্তা পদ্ধিতিতে আদা,হলুদ ও মেটে আলু
চাষ প্রকল্প দেখতে জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান উপজেলার
আশ্রায় প্রকল্প পরিদর্শন করেন। দুপুরে পাড়েরহাট আশ্রায়ন প্রকল্পে
মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ঘোষনা এক ইঞ্চি জমিও
অনাবাদি থাকবেনা এই ঘোষনা বাস্তবায়ন করতে তিনি উপজেলার
দুটি আশ্রায়ন এলাকা ঘুরে নিজ হাতে বস্তায় হলুদ ও আদা লাগিয়ে
সকলকে অনুপ্রানিত করেন। এর আগে উপজেলা কৃষি সম্প্রসারন
অধিদপ্তরের ইনোভেশন পদ্ধিতি বিভিন্ন মশলা চাষে বিভাগীয় পর্যায়
দ্বিতীয় স্থান অধিকার করায় কৃষি বিপ্লব ঘটানোর জন্য তিনি
ছুটে আসেন প্রানিন্তক পর্যায়। সরকারি আশ্রায়ন প্রকল্পের ঘরের
পাশের খালী জায়গায় বস্তায় আদা ও হলুদ এবং মেটে আলুচাষ করার জন্য
বলেন । এই পদ্ধিতি দ্রæত সবার মাঝে ছড়িয়ে দিতে জেলা প্রশাসক
নিজের হাতে বস্তায় আদা ও হলুদ রোপন করেন।
এসম তার সাথে উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী
অফিসার আবুবক্কর সিদ্দিকী, কৃষি কর্মকর্তা কামরুন নেসা
সুমি, প্রকল্প বাস্তবায় কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম সহ উপজেলা
প্রশাসনের কর্মকর্তা কর্মচারি বৃন্দ।
এসময় জেলা প্রশাসক জাহেদুর রহমান বলেন মাননীয় প্রধান মন্ত্রীর
ঘোষনা এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবেনা বাড়ির আঙ্গিনায় কোন
খালী জমি রাখা যাবেনা এই কার্যক্রম দ্রæত গতীতে এগিয়ে নিতে
হবে।
এবিয়য়ে তিনি উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের
কর্মকর্তাদের দিক নির্দেশনা প্রদান করেণ।
ইনোভেশন(বস্তা)পদ্ধিতিতে আদা ও হলুদ চাষ প্রকল্পে বিভাগীয় পর্যায়
দ্বিতীয় স্থান অধিকর করায় উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন
নেসা সুমি ও উপজেলা প্রশাসশনের সকলকে ধন্যবাদ জানান এবং এই
প্রকল্প দ্রæত বাস্থবায়ন করতে সকলের সহযোগীতা কামনা করেণ।
তিনি পর্যাক্রমে উপজেলার সকল আশ্রায়ন প্রকল্প ঘুরে বস্তা
পদ্ধিতিতে মশলা ও সবজী চাষে সকলকে অপ্রানিত করবেন বলে বলেন।
https://www.kaabait.com