• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৩
সর্বশেষ :
তারেক রহমান এখনও ভোটার হননি: ইসি সচিব খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, বিভ্রান্ত হবেন না ফানি কন্টেন্ট ক্রিয়েটর আল আমিন অগ্নিদগ্ধ নাসিং ও মিডওয়াইফাদের ৮ দফা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ২ ঘন্টা নার্সদের প্রতিকী শাট ডাউন শীতে রসের ঘ্রাণে মুখর হয়ে ওঠে পাইকগাছার গ্রামীণ পরিবেশ ডুমুরিয়ায় কৃত্রিম প্রজনন সেবা ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত আশাশুনির ইউএনও কৃষ্ণা রায়কে বদলিজনিত বিদায় সংবর্ধনা ফসলের হাসিতেই খুশি কৃষক ধানের চারা উৎপাদনে ব্যস্ত কৃষকেরা পাটকেলঘাটায় হামলা ও মারপিট করে নগদ টাকা স্বর্ণালংকার মোটরসাইকেল লুটপাট ঢাকা থেকে পাঠানো ওয়ালটনের পণ্য গায়েব, পাটকেলঘাটায় উদ্ধার

তাহসান-মিথিলা অভিমান ভুলে ফের ‘এক’ হচ্ছেন

প্রতিনিধি: / ৬৪৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

বিনোদন: ২০০৭ সালের ৩ আগস্ট প্রেম করে বিয়ে করেছিলেন জনপ্রিয় দুই তারকা তাহসান টুকরা ও রাফিয়াত রশীদ মিথিলা। তারপর কেটে গেছে ১১ বছর। একসঙ্গে অভিনয় করেছেন তারা। ‘আমার গল্পে তুমি’, ‘মিস্টার অ্যান্ড মিসেস’, ‘ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম’, ‘মধুরেন সমাপয়েত’ নাটকসহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন এই জুটি। নাটক ছাড়াও এ জুটি একসঙ্গে গানও গেয়েছেন। মূলত এসব কারণে বিয়ের পর তরুণদের পাশে প্রিয় হয়ে উঠেছিলেন এই জুটি। সেই তরুণদের মন ভেঙে যায় ২০১৭ সালের মে মাসে। উদ্দেশ্য ওই মাসেই আনুষ্ঠানিক বিচ্ছেদ হয় এই জুটির। তারপর দুজন দুদিকে। মিথিলা পশ্চিমবঙ্গের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি বিয়ে করে সংসার করছেন কলকাতায়। তাহসান ব্যস্ত অভিনয় আর গান নিয়ে। অবশ্য তাদের একমাত্র মেয়ে আইরা তেহরীম খানকে ঘিরে দুজননের বন্ধুত্ব অটুট। পারস্পরিক শ্রদ্ধাবোধও অল্প নয়। তবে এসব থাকলেও দুজনকে আর কখনোই পর্দা ভাগাভাগি করতে দেখা যায়নি। মাঝে শুধু একটি ই কমার্স সাইটের লাইভে এসেছিলেন দুজন। তবে তাহসান মিথিলা ভক্তদের জন্য সুখবর হলো, একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন এই জুটি। সাত পর্বের এই ওয়েব সিরিজটির নাম দেয়া হয়েছে ‘বাজি’। এটি নির্মাণ করছেন ‘মাটির প্রজার দেশ’ খ্যাত নির্মাতা আরিফুর রহমান। তবে এসব নিয়ে নির্মাতা, অভিনয়শিল্পী কেউই মুখ খোলেননি। সময়মতো বিস্তারিত জানাবেন বলেই জানিয়েছেন তারা। তবে খোঁজ নিয়ে জানা গেছে, এরইমধ্যে ওয়েব সিরিজটির একটা ধাপের শুটিং হয়ে গেছে। একটি ফোরস্টার মানের হোটেলে মাস দুয়েক সামনে হয়েছে শুটিং। তাহসান মিথিলা ছাড়াও সিরিজে অভিনয় করেছেন বেশ কয়েকজন তারকা অভিনয়শিল্পী। জানা গেছে, সিরিজটিতে তাহসান অভিনয় করছেন একজন ক্রিকেটারের চরিত্রে। আর মিথিলাকে দেখা যাবে সাংবাদিকের চরিত্রে। এটি নির্মাণ সাধন হচ্ছে দেশীয় একটি ওটিটি প্লাটফর্মের জন্য। এ বছরই মুক্তি পেতে পারে সিরিজটি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com