• শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১০:৩৬
সর্বশেষ :
দেবহাটায় ওসির উদ্যোগে পুলিশ সদস্য সমীর ঘোষের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান স্বামীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন জাতীয় পার্টি নেতা বাপ্পির মা সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের সদস্যদের সঙ্গে শহর ছাত্রশিবিরের মতবিনিময় বেগম খালেদা জিয়ার জানাযা অনুষ্টিত শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের শোক জ্ঞাপন বিনেরপোতা কৃষি গবেষণা ইন্সটিটিউটে ডিউটিরত অবস্থায় নাইট গার্ডের মৃ*ত্যু বাংলাদেশ লেখক সম্মেলন স্থগিত, খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ ডি বি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ দলীয় সিদ্ধান্ত না মানায় রুমিন ফারহানা ব*হি*ষ্কার যে পথে খালেদা জিয়ার মরদেহ সংসদ ভবনে যাবে

তাহসান-মিথিলা অভিমান ভুলে ফের ‘এক’ হচ্ছেন

প্রতিনিধি: / ৬৬৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

বিনোদন: ২০০৭ সালের ৩ আগস্ট প্রেম করে বিয়ে করেছিলেন জনপ্রিয় দুই তারকা তাহসান টুকরা ও রাফিয়াত রশীদ মিথিলা। তারপর কেটে গেছে ১১ বছর। একসঙ্গে অভিনয় করেছেন তারা। ‘আমার গল্পে তুমি’, ‘মিস্টার অ্যান্ড মিসেস’, ‘ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম’, ‘মধুরেন সমাপয়েত’ নাটকসহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন এই জুটি। নাটক ছাড়াও এ জুটি একসঙ্গে গানও গেয়েছেন। মূলত এসব কারণে বিয়ের পর তরুণদের পাশে প্রিয় হয়ে উঠেছিলেন এই জুটি। সেই তরুণদের মন ভেঙে যায় ২০১৭ সালের মে মাসে। উদ্দেশ্য ওই মাসেই আনুষ্ঠানিক বিচ্ছেদ হয় এই জুটির। তারপর দুজন দুদিকে। মিথিলা পশ্চিমবঙ্গের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি বিয়ে করে সংসার করছেন কলকাতায়। তাহসান ব্যস্ত অভিনয় আর গান নিয়ে। অবশ্য তাদের একমাত্র মেয়ে আইরা তেহরীম খানকে ঘিরে দুজননের বন্ধুত্ব অটুট। পারস্পরিক শ্রদ্ধাবোধও অল্প নয়। তবে এসব থাকলেও দুজনকে আর কখনোই পর্দা ভাগাভাগি করতে দেখা যায়নি। মাঝে শুধু একটি ই কমার্স সাইটের লাইভে এসেছিলেন দুজন। তবে তাহসান মিথিলা ভক্তদের জন্য সুখবর হলো, একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন এই জুটি। সাত পর্বের এই ওয়েব সিরিজটির নাম দেয়া হয়েছে ‘বাজি’। এটি নির্মাণ করছেন ‘মাটির প্রজার দেশ’ খ্যাত নির্মাতা আরিফুর রহমান। তবে এসব নিয়ে নির্মাতা, অভিনয়শিল্পী কেউই মুখ খোলেননি। সময়মতো বিস্তারিত জানাবেন বলেই জানিয়েছেন তারা। তবে খোঁজ নিয়ে জানা গেছে, এরইমধ্যে ওয়েব সিরিজটির একটা ধাপের শুটিং হয়ে গেছে। একটি ফোরস্টার মানের হোটেলে মাস দুয়েক সামনে হয়েছে শুটিং। তাহসান মিথিলা ছাড়াও সিরিজে অভিনয় করেছেন বেশ কয়েকজন তারকা অভিনয়শিল্পী। জানা গেছে, সিরিজটিতে তাহসান অভিনয় করছেন একজন ক্রিকেটারের চরিত্রে। আর মিথিলাকে দেখা যাবে সাংবাদিকের চরিত্রে। এটি নির্মাণ সাধন হচ্ছে দেশীয় একটি ওটিটি প্লাটফর্মের জন্য। এ বছরই মুক্তি পেতে পারে সিরিজটি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com