• সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০১:০৭
সর্বশেষ :
সরুলিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত নানা আয়োজনে নারায়ণগঞ্জে দিনব্যাপি বাংলাদেশ লেখক সম্মেলন অনুষ্ঠিত তালা থেকে কপোতাক্ষ নদে পড়ে যাওয়া ব্যক্তির মরদেহ পাইকগাছার আগড়ঘাটায় উদ্ধার তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক তালায় কালের কণ্ঠের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দেবহাটার কোঁড়া ফোরকানিয়া মাদ্রাসায় প্রতিষ্ঠা বার্ষিকী ও পুরস্কার বিরতণ বাবুখালীর ইতিহাস ঐতিহ্য বইয়ের মোড়ক উন্মোচন ধুলিহরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া কর্ণফুলীতে নৌকাডুবি, অল্পের জন্য রক্ষা পেল ১১৭জন যাত্রী উন্নয়নের প্রতিশ্রুতি সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের

দীপনের নতুন মিশন ‘ছাত্রী সংঘ’ আসছে

প্রতিনিধি: / ২৪৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: চতুর্থ সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত নির্মাতা দীপংকর দীপন। নাম ‘ছাত্রী সংঘ’। গত শুক্রবার কুমিল্লা থেকে এর ঘোষণা দেন নির্মাতা। এদিন কুমিল্লায় কবি নজরুল ইনস্টিটিউটের মুক্তমঞ্চে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় সিনেমার লোগো পোস্টার। এটি প্রযোজনা করছে নতুন প্রতিষ্ঠান রজত ফিল্মস। প্রকাশিত লোগো পোস্টারে তিনজন নারীর ছায়া ফুটিয়ে তোলা হয়েছে। যাদের হাতে রয়েছে পিস্তল। সঙ্গে বলা হয়েছে, ‘উপমহাদেশের একমাত্র সশস্ত্র নারী বিপ্লবী দল কুমিল্লার ছাত্রী সংঘ। শান্তি, সুনীতি আর ইতিহাসে হারিয়ে যাওয়া নেপথ্যের মহানায়িকা প্রফুল্ল নলিনী ব্রহ্ম’র অবিশ্বাস্য অভিযান নিয়ে ঐতিহাসিক থ্রিলার। বলা দরকার, ব্রিটিশবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রেখেছিলেন কুমিল্লার তিন ছাত্রী শান্তি, সুনীতি ও প্রফুল্ল। তাদের অভিযান এত প্রবল ছিল যে, খোদ সুভাষ চন্দ্র বসু তাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন কুমিল্লায়। সেই ঐতিহাসিক উপাখ্যান এবার পর্দায় তুলে ধরছেন নির্মাতা দীপন। নির্মাতার ভাষ্য, ‘গল্পটা জানতে পেরে আমি বিস্মিত হয়েছিলাম! কিছু ছাত্রী মিলে একটা পূর্ণ বিপ্লবী দল গড়ে তুলেছিল এবং এমন এক অপারেশন করেছিল, যা ভয় পাইয়ে দিয়েছিল অত্যাচারী বৃটিশরাজকে। এরকম সশস্ত্র নারী বিপ্লবী দল ভারত উমহাদেশে আর কোথাও নেই। অথচ এত বড় ঘটনা ইতিহাসের পাতায় হারিয়ে গেছে। আমি অনেক অনুসন্ধান করে এটি খুঁজে পাই। এই গল্পের সূচনা কুমিল্লায় হওয়াতে আমি খুব আনন্দ বোধ করছি; এখানকার মাটির ঋণ হয়ত কিছুটা শোধ হবে।’ গত শুক্রবার আয়োজিত ‘ছাত্রী সংঘ’র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, জেলার পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম বার, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রাক্তন শিক্ষক ও লেখক শান্তি রঞ্জন ভৌমিক, বেগম রোকেয়া পদক বিজয়ী সাংস্কৃতিক কর্মী পাপড়ি বোসসহ অনেকে। ‘ছাত্রী সংঘ’র চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সৌনাভ বসু। সিনেমায় কারা অভিনয় করছেন, সেটা আপাতত গোপন রাখতে চান সংশ্লিষ্টরা। ঢাকায় আনুষ্ঠানিকভাবে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে বলেও জানান নির্মাতা দীপন। আর শুটিং শুরু হবে কোরবানির ঈদের পর। কাজ শেষে চলতি বছরই সিনেমাটি মুক্তির কথা রয়েছে। উল্লেখ্য, দীপংকর দীপনের প্রথম সিনেমা ‘ঢাকা অ্যাটাক’ মুক্তি পায় ২০১৭ সালে। এরপর তিনি নির্মাণ করেছেন ‘অপারেশন সুন্দরবন’ ও ‘অন্তর্জাল’ নামের দুটি সিনেমা। সবগুলো সিনেমাতেই বিভিন্ন মিশন আর দেশপ্রেমের নির্যাস রেখেছেন তিনি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com