• সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০১:১৯

ভাগ্যের লেখা

প্রতিনিধি: / ১৮৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

এইচ,এম,আব্দুল লতিফ
স্রষ্টার কৃপায় জন্ম নিলাম
রঙিন সুন্দর দুনিয়ায়,
ভাগ্যের লেখা যাবেনা খন্ডন
যতই থাকি হতাশায়।
সবার কথা ভেবে আমার
কেটে গেল বেলা,
সময় হলেই ছাড়তে হবে
এই না রঙ্গশালা।
মুখে হাসি লুকিয়ে কাঁদি
বুঝেনা আর কেউ,
ভাগ্যের আশায় চেপে রাখি
বুকে দুঃখের ঢেউ।
ছিন্ন হবে মায়ার বাঁধন
কারো পাবোনা দেখা,
নিজের কর্মেই পাবো ফল
ভাগ্যে যাহা লেখা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com