• শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০:০৫
সর্বশেষ :
গণঅধিকার পরিষদের ১২ নেতাকর্মীর জামায়াতে যোগদান আশাশুনিতে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী পথসভা ও মিছিল ডুমুরিয়া- ফুলতলাকে উন্নত ও দুর্নীতিমুক্ত করতে সবার সমর্থন চাই- আলি আসগার লবি ব্রহ্মরাজপুরে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা  ৩২ বছরে দৈনিক পত্রদূত, পাটকেলঘাটা প্রেসক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন টিকটক করতে বাধা দেওয়ায় সাতক্ষীরায় গৃহবধূর আ*ত্মহ*ত্যা, মৃ*ত্যু ঘিরে নানা গুঞ্জন আমরা চাঁদাবাজ মুক্ত দেশ ও ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে চাই-অধ্যক্ষ ইজ্জত উল্লাহ শ্যামনগরে জনসভা ও গণমিছিলের মধ্য দিয়ে গাজী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু ব্যাংদহায় সড়ক দূ*র্ঘটনায় বাইসাইকেল আরোহী নি*হত ধানদিয়ায় হাবিবের প্রথম নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ভাঙা দাঁতের ক্ষয় থেকেও হতে পারে ক্যানসার

প্রতিনিধি: / ৩৩৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

স্বাস্থ্য: ক্যানসারের নাম শুনতেই সবাই ভয়ে কেঁপে ওঠেন। এই নিঃশব্দ ঘাতক কখন শরীরে থাবা বসাবে তা বোঝা মুশকিল। জীবনযাত্রায় অনিয়ম, হরেক রকমের নেশার কারণেই মূলত ক্যানসারের পথ প্রশস্ত হয়। বিশেষজ্ঞদের মতে, মুখ বা গলার ক্যানসারের পিছনে মূল খলনায়ক হলো বিভিন্ন ধরনের নেশাজাতীয় উপাদান। এদিকে শরীরে এই রোগের উপস্থিতি কিছু লক্ষণ দেখে বুঝে ফেলা সম্ভব। তাই সেসব লক্ষণ সম্পর্কে জেনে নিয়ে সতর্ক থাকুন। মুখ বা গলার ক্যানসারের ক্ষেত্রে দাঁতে বেশ কিছু সমস্যা দেখা দেয়। জেনে নিন কী কী-
দাঁতে পড়বে ছাপ
মুখের ক্যানসারে দাঁতে আসে বড় বদল। দাঁতে তীব্র ব্যথা, বয়স হওয়ার আগেই দাঁত নড়ে যাওয়ার মতো সমস্যা পিছু নিতে পারে। এমনকি চোয়ালে অস্বাভাবিক পরিবর্তন আসতে পারে। শুধু নেশার কারণেই নয়, ভাঙা দাঁতের ক্ষয় থেকেও এমন ক্যানসার হতে পারে বলে সাবধান করছেন বিশেষজ্ঞরা। ক্ষয়ে যাওয়া দাঁতের কারণে অনেক সময় গালে ক্ষতর সৃষ্টি হয়। সময়ে তার শুশ্রæষা না করা হলে ওই ক্ষত ক্যানসারের রূপ নিতেই পারে। তাই সাবধান থাকুন-
কণ্ঠস্বরে বদল
আচমকা যদি কথা বলতে বলতে গলা ভেঙে যায় বা গলার স্বর বদলে যেতে থাকে তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন। দীর্ঘ সময় ধরে গলা ধরে থাকা বা নাক বন্ধ থাকাও ভালো লক্ষণ নয়। কারণ ন্যাসোফারানগিল, ল্যারায়ানগিল বা ভোকাল কডে ক্যানসার বাসা বাঁধলে এমন উপসর্গই মাথা চাড়া দিয়ে ওঠে।
খাবার গিলতে কষ্ট হওয়া
শক্ত খাবার হোক বা তরল, গেলার সময় যদি কোনো কারণে ব্যথা লাগে, তাহলে সতর্ক হন। খেয়াল রাখুন, প্রতিবার খাবার খাওয়ার সময় একই সমস্যা হচ্ছে কি না। এটা গলার বা এসোফাগিয়েল ক্যানসারের উপসর্গ হলেও হতে পারে।
মুখে দুর্গন্ধ
দিনে দুবার দাঁত মাজা ও ওরাল হাইজিনের খেয়াল রাখার পরেও যদি পিছু না ছাড়ে মুখের দুর্গন্ধ, তাহলে এখনই সাবধান হন। কারণ এই দুর্গন্ধের পেছনে কলকাঠি নাড়তে পারে ক্যানসার। তাছাড়া বারবার মাউথ আলসার হলেও সতর্ক হন। তাও হতে পারে মাউথ ক্যানসারের উপসর্গ।
শক্ত কিছু অনুভব করা
গলা, মুখের ভিতর বা ঘাড়ে কোনো শক্ত ডেলা মতো ঠেকলে এড়িয়ে না গিয়ে সতর্ক হন। মনে রাখবেন, এটি ক্যানসার সেলের আঁতুড়ঘর হলেও হতে পারে।
চোয়াল নাড়াতে সমস্যা
হাড়, মাংসপেশী কিংবা ঘাড়ের নার্ভে এই রোগ থাবা বসালে অনেক সময় আচমকা আটকে যেতে পারে চোয়াল। তাই ছোটখাটো অসুবিধা বলে এই উপসর্গগুলো এড়িয়ে যাবেন না।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com