• শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৯:০৭
সর্বশেষ :
দেবহাটায় শ্রমিক কল্যান ফেডারেশনের আয়োজনে শ্রমিক সমাবেশে মুহাদ্দিস আব্দুল খালেক ঢাকাসহ আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন জলবায়ু ন্যায্যতার দাবিতে শ্যামনগরের খোলপেটুয়া নদীর চরে মানববন্ধন দেবহাটার ভূমিহীন জনপদ খলিশাখালীতে বিট পুলিশিং সমাবেশে অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান তালায় হাবিবের পক্ষে যুবদল–স্বেচ্ছাসেবক দল–ছাত্রদলের লিফলেট বিতরণ নারায়ণগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও ফ্রী মেডিকেল ক্যাম্প দেশের উন্নয়ন ও সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লায় ভোট দিন- এম বি বাকের  নারায়ণগঞ্জে বেসরকারি হাসপাতাল মালিকদের নিয়ে মতবিনিময় সভা পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়েতে ট্রাকে আগুন, আটক ২ শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে যুব ধর্মঘট অনুষ্ঠিত

মণিরামপুরে ট্রাকের চা পায় গৃহবধুসহ নি হ ত-২

নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি / ১২৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
ট্রাকের চাপায় গৃহবধুসহ নিহত-২

যশোরের মণিরামপুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই এক গৃহবধুসহ দুইজন নিহত ও দুইজন আহত হয়। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার মুন্সিখানপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী রুপা খাতুন( ৪৫) ও ফেদাইপুর গ্রামের ভ্যানচালক মোসলেম হোসেন(৫৫)।

 

জানা যায়, গৃহবধু রুপা খাতুন মঙ্গলবার দুপুরে পৌরশহর থেকে ডাক্তার দেখিয়ে বাড়িতে যাওয়ার জন্য যাত্রীবাহী ভ্যানে ওঠেন। চারজন যাত্রী নিয়ে ভ্যানচালক রওনা হয়। পথিমধ্যে দুপুর আড়াইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌছুলে বিপরীত থেকে আসা একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ভ্যানটি ভেঙ্গে চুরমার হয়ে যায়। পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় ভ্যান চালক মোসলেম হোসেন।

 

এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে রুপা খাতুনসহ তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধারের পর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধু রুপা খাতুনকে মৃত ঘোষনা করেন। অন্য আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

আহত দুইব্যক্তি হলেন নড়াইল জেলার জহির হোসেনের স্ত্রী মিম খাতুন (২২) ও তার একবছর বয়সী শিশু কন্যা। মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, ইতিমধ্যে মৃতদেহ দুইটি উদ্ধার ও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাক চালক পলিয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com