• মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:২৬
সর্বশেষ :
শ্যামনগরে বাঘ বিধবাকে হ*ত্যার উদ্দেশ্যে ধা*রালো দা দিয়ে কু*পিয়ে গুরুতর জ*খম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে সাতক্ষীরার রাজনৈতিক মাঠ দেবহাটায় উপজেলা পুষ্টি কমিটির আয়োজনে সমন্বয় সভা সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে দুইজন গ্রেফতার আশাশুনির আরার দারুল উলুম কওয়ামী মাদ্রাসা নানামুখী সমস্যায় জর্জরিত: প্রশাসনের হস্তক্ষেপ কামনা ডুমুরিয়ার খর্নিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের সংঘর্ষের প্রতিবাদে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি: দেবহাটায় দুই চোরসহ তিনজন গ্রেফতার ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না-খুলনা জেলা প্রশাসক মনিরামপুরের রাজগঞ্জে ভাসমান সেতু দেখতে উপচে পড়া ভিড় মহীয়সী সম্মাননা পেলেন নারায়ণগঞ্জের কবি কাজী আনিসুল হক

মহম্মদপুরে আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ২৬৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৩ জুন, ২০২৪

মাগুরার মহম্মদপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর মুর‍্যালে পূষ্পমাল্য অর্পণ, র‍্যালি, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা শাখা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও নানা শ্রেনিপেশার মানুষের উপস্থিতিতে দিন ব্যাপি নানা কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় এই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

 

এ উপলক্ষে রবিবার (২৩ জুন) সকালে বঙ্গবন্ধুর মুর‍্যালে পূষ্পমাল্য অর্পণ করা হয়। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. আব্দুল মানান এবং সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটনের নেতৃত্বে পার্টি অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। নানা শ্রেনিপেশার মানুষের অংশগ্রহণে র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পার্টি অফিস চত্বরে এসে শেষ হয়।

 

এদিন সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুল মানানের সভাপতিত্বে কেক কাটা হয়েছে।

 

পরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ হাই মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আশিকুর রহমান পাভেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ঈদুল শেখ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন, বালিদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপির চেয়ারম্যান মফিজুর রহমান মিনহা এবং মহিলা যুবলীগের আহবায়ক শারমীন আক্তার রুপালী প্রমূখ।

 

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com