• মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১২:২৩
সর্বশেষ :
পাইকগাছায় স্বামী-স্ত্রীকে চেতনানাশক ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুট আশাশুনিতে গ্রাম আদালতের ডিএমআইই প্রশিক্ষন অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় খুলনায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তালা সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস আটক আওয়ামীলীগ নেতার নেতৃত্বে বাক প্রতিবন্ধী শিশুসহ গৃহবধুর উপর হামলা ডুমুরিয়ায় ব্যাবসায়ী সম্মেলন দেবহাটায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালীগঞ্জ বিজয়ী বিএনপি ছেড়ে অর্ধশতাধিক কর্মী-সমর্থক যোগ দিলেন জামায়াতে ডুমুরিয়ায় ফুলকপির বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি সাতক্ষীরার শ্যামনগরে ডাকাতি প্রস্তুতিকালে আটক ২

মহম্মদপুরে আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ২৩১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৩ জুন, ২০২৪

মাগুরার মহম্মদপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর মুর‍্যালে পূষ্পমাল্য অর্পণ, র‍্যালি, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা শাখা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও নানা শ্রেনিপেশার মানুষের উপস্থিতিতে দিন ব্যাপি নানা কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় এই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

 

এ উপলক্ষে রবিবার (২৩ জুন) সকালে বঙ্গবন্ধুর মুর‍্যালে পূষ্পমাল্য অর্পণ করা হয়। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. আব্দুল মানান এবং সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটনের নেতৃত্বে পার্টি অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। নানা শ্রেনিপেশার মানুষের অংশগ্রহণে র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পার্টি অফিস চত্বরে এসে শেষ হয়।

 

এদিন সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুল মানানের সভাপতিত্বে কেক কাটা হয়েছে।

 

পরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ হাই মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আশিকুর রহমান পাভেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ঈদুল শেখ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন, বালিদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপির চেয়ারম্যান মফিজুর রহমান মিনহা এবং মহিলা যুবলীগের আহবায়ক শারমীন আক্তার রুপালী প্রমূখ।

 

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com