• সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ০৮:৪০
সর্বশেষ :
বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নগরঘাটায় বিশেষ দোয়া অনুষ্ঠান সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু করতে যাচ্ছে যৌথ বাহিনী শ্যামনগরের ইয়াছিন গাইনকে ফাঁসাতে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ মন্দির থেকে চুরি হওয়া মূর্তি উদ্ধার করল থানা পুলিশ মাঠজুড়ে যেন বিছানো রয়েছে হলুদ গালিচা দেবহাটায় জাতীয় সমাজসেবা দিবসে র‍্যালী ও আলোচনা সভা সাতক্ষীরায় বিএনপি জামায়াতের সকল প্রার্থীসহ ১৯ প্রার্থীর মনোনয়ন বৈধ মনোনয়ন বাতিল হলে যেভাবে করতে হয় আপিল দেবহাটায় ওসির উদ্যোগে পুলিশ সদস্য সমীর ঘোষের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান স্বামীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন জাতীয় পার্টি নেতা বাপ্পির মা

রামপালে লোকালয়ে ঘুরছে দুটি হনুমান 

প্রতিনিধি: / ২৫০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪

রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের কুমলাই গাববুনিয়া গ্রামে অবাধে ঘুরে বেড়াচ্ছে দুটি হনুমান।  হনুমান দুটিকে দেখতে এলাকার ছোট বড় সবাই ভিড় জমাচ্ছে।
শনিবার(৩০ মার্চ) ভোররাত থেকে গাববুনিয়া গ্রামের আতিয়ার তালুকদারের বাড়িতে হনুমান দুটিকে দেখা যায়।
আতিয়ার তালুকদারের বাড়িতে দুটি হনুমানের আগমন ঘটেছে খবরটি মুহূর্তে এলাকায় ছড়িয়ে পড়ে। এ খবর পেয়ে এলাকার ছোট বড় অনেকেই হনুমান দুটিকে দেখতে ভিড় জমায়। উৎসুক জনতা হনুমান কলা, রুটি, বাদাম,  বিস্কুট,  পাকা টমেটোসহ নানান খাদ্য খাবার খেতে দিচ্ছে। হনুমান দুটি নির্ভয়ে মানুষের  খাবার খাচ্ছে।
এ ঘটনা জানতে পেরে এ প্রতিবেদক সরেজমিনে উপস্থিত হয় এবং হনুমানের উপস্থিতর ঘটনার সত্যতা দেখতে পায়। হনুমান দুটি সকালে বেলা আতিয়ার তালুকদারের বাড়িতে অবস্থান করলেও বেলা বাড়ার সাথে সাথে তাদের চলাফেরার স্থান পরিবর্তন করতে থাকে।
স্থানীয় বাসিন্দা ফেরদৌস ফকির জানান, সকাল বেলা জানতে পারি আমাদের গ্রামে দুটি হনুমান এসেছে৷ আমরা খবর পেয়ে আতিয়ারের বাড়িতে দেখতে যাই। অনেকে অনেক খাদ্য খাবার খেতে দিচ্ছে এবং হনুমান সেই খাবার খাচ্ছে।
আরেক স্থায়ী বাসিন্দা কুলছুম বেগম জানান, হনুমান গ্রামে এসেছে শুনতে পেয়েই আমাদের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয় এবং আমরা দ্রুত হনুমান দুটিকে দেখতে ছুটে যাই।
হনুমান দুটি কোথা থেকে লোকালয়ে এসেছে তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। হনুমানকে দেখতে উৎসুক জনতার ভিড় জমানোর ফলে মাঝে মধ্যে হনুমান দুটি ক্ষিপ্ত হয়ে পড়ছে।
এ বিষয়ে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের তত্ত্বাবধায়ক হাওলাদার আজাদ কবিরের সাথে কথা হলে তিনি জানান, হনুমান সাধারনত যশোরের কেশবপুর এলাকা থেকে কলা বা কাঁঠাল বোঝাই ট্রাকে করে বিভিন্ন স্থানে চলে যায়।
এ বিষয়ে বন্যপ্রাণী বিশেষজ্ঞ মোঃ মফিজুর রহমান চৌধুরীর সাথে তার ব্যবহৃত ০১৭২১-০৮৮৮৪৪ নম্বরে একাধিক বার ফোন করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com